বাংলা নিউজ > বায়োস্কোপ > Lock Upp: ‘আমাকে হুমকি দেবেন না’,কঙ্গনার সঙ্গে প্রকাশ্যে কথা কাটাকাটি মুনাওয়ারের

Lock Upp: ‘আমাকে হুমকি দেবেন না’,কঙ্গনার সঙ্গে প্রকাশ্যে কথা কাটাকাটি মুনাওয়ারের

প্রকাশ্য ঝামেলায় জড়ালেন কঙ্গনা-মুনাওয়ার

কঙ্গনার জেলে প্রবেশের আগেই প্রকাশ্যে কথা কাটাকাটি নায়িকা ও মুনাওয়ারের। 

গত কয়েক মাসে সংবাদ শিরোনামে থেকেছে মুনাওয়ার ফারুকীর নাম। হিন্দু দেবদেবীর বিরুদ্ধে ‘অশালীন’ মন্তব্যের অভিযোগে গত বছরের গোড়ায় গ্রেফতার হয়েছিলেন গুজরাতের এই কমেডিয়ান। এবার এই বিতর্কিত ব্যক্তিত্বকে দেখা যাবে কঙ্গনার জেলে। হ্যাঁ, অল্ট বালাজি এবং এমএক্স প্লেয়ারের শো ‘লক আপ’ (Lock Upp)-এক অংশ হচ্ছেন মুনাওয়ার। এই অভিনব রিয়ালিটি শো'তে জেলারের ভূমিকায় থাকছেন কঙ্গনা, এবং তাঁর কয়েদখানায় বন্দি থাকবেন বিতর্কিত সেলিব্রিটিরা। 

কঙ্গনার সঙ্গে মুনাওয়ারের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ মোটেই সরল নয়। আর লক আপের প্রোমোতেও দুজনকে শুরুতেই ঝামেলায় জড়াতে দেখা গেল। শুরুতেই অভিনেত্রী বাঁকা হেসে মুনাওয়ারকে জিজ্ঞাসা করেন, ‘কেন এখানে এসেছো? আশা করছি আমার সঙ্গে পাঙ্গা নিতে আসোনি’। এরপর একটু থেমে কঙ্গনার সংযোজন, ‘আরে মজা করছি তো, আমরাও একটু কমেডি করতে পারি নাকি?’ এর জবাবে মুনারওয়ার যোগ করেন, ‘ব্যাপারটা মোটেই মজার ছিল না’। 

এরপর  মুনাওয়ার যোগ করেন, ‘আমি কমেডির মাধ্যমে কোনও বিপ্লব আনতে চাই না। শিল্পীরা কোনওদিনই ক্রান্তি আনতে সক্ষম নন’। মুনাওয়ারের এই কথা শুনে ধৈর্য্যের বাঁধ ভাঙে কঙ্গনার। নিজের অভিব্যক্তিতেই তা সাফ করে দেন অভিনেত্রী। 

মুনাওয়ারকে বাক্যবাণে বিঁধতে কঙ্গনা যোগ করেন, ‘এখানে যদি মৃত্যুদণ্ড দেওয়ার এক্তিয়ার থাকতো তাহলে আমি দিয়ে দিতাম’। নায়িকার এই কথায় চটে যান মুনাওয়ার তিনি পালটা বলেন, ‘আমাকে হুমকি দেবেন না’। 

নেপোটিজম এবং অনান্য রাজনৈতিক বিষয়ে কঙ্গনার একাধিক মন্তব্যের বিরোধিতা করে বহু টুইট পোস্ট করেছেন মুনাওয়ার। দুজনের রাজনৈতিক ভাবধারা এক্কেবারেই আলাদা। মোদী ভক্ত কঙ্গনার সঙ্গে মুনাওয়ারের ‘তু-তু-মেয়-মেয়’ দেখতে উদগ্রীব জনতা জনার্দন।

গত বছর ইন্দোরের বিজেপি এমএলএ-এর ছেলের অভিযোগের জেরে একমাস জেলে কাটিয়েছেন মুনাওয়ার। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ছিল মুনাওয়ারের উপর। গত বছর নভেম্বরে বেঙ্গালুরুতে মুনাওয়ারের কমেডি শো বাতিল হওয়াকে ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক। 

মমতার মুম্বই সফরের সময়েও মোদী-বিরোধী নেত্রীর সঙ্গে দেখা করেছিলেন মুনাওয়ার ফারুকী। সবমিলিয়ে কঙ্গনার জেলে মোটেই সহজ সময় কাটবে না এই কমেডিয়ানের তা বোঝাই যাচ্ছে।

 

 

বন্ধ করুন