বাংলা নিউজ > বায়োস্কোপ > Lock Upp: কঙ্গনা কেঁদে ফেলে মুনাওয়ারের মায়ের অ্যাসিড খাওয়ার কথা শুনে, ‘ডাক্তাররা জোর করে…’

Lock Upp: কঙ্গনা কেঁদে ফেলে মুনাওয়ারের মায়ের অ্যাসিড খাওয়ার কথা শুনে, ‘ডাক্তাররা জোর করে…’

মুনাওয়ারের মায়ের আত্মহত্যার কথা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি কঙ্গনা রানাওয়াতও। 

নিজের মায়ের গোপন কথা সবাইকে বললেন মুনাওয়ার। চোখের জল ধরে রাখতে পারেননি কঙ্গনা রানাওয়াতও।  

‘লক আপ’-এ নিজের জীবনের একটি আবেগপূর্ণ গল্প তুলে ধরলেন মুনাওয়ার ফারুকি। এবার নিজের মায়ের ব্যাপারে একটি সিক্রেট তুলে ধরতে দেখা গেল তাঁকে শো-তে। রবিবারের জাজমেন্ট ডে এপিসোডে মুনাওয়ারকে একটি গোপন কথা ফাঁস করে নিজেকে আউট হয়ে যাওয়া থেকে বাঁচার সুযোগ দেওয়া হয়। কঙ্গনা তাঁকে বলেন নিজের মায়ের ব্যাপারে কিছু বলতে। ধরা গলায় মায়ের মারা যাওয়ার কথা বলেন তিনি, যা কাঁদিয়ে দেয় কঙ্গনা ও অন্যান্য প্রতিযোগীদের।

মুনাওয়ার ফারুকি জানান, ‘২০০৭ সালের জানুয়ারি মাসের কথা। সকাল ৭টায় আমাকে ঠাকুমা ঘুম থেকে তুলে দিয়ে বলে মায়ের সাথে কিছু একটা হয়েছে। আমাদের ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি যখন হাসপাতালে পৌঁছাই, দেখি আমার মাকে এমারজেন্সি ওয়ার্ড থেকে বের করে আনা হচ্ছে। আার মা চিৎকার করছিল, আমি মায়ের হাত ধরে ছিলাম। তারপর একটা সময় ডাক্তাররা নিজেদের মধ্যে কথা বলতে থাকে, আর আমাকে বলে মায়ের হাতটা ছেড়ে দিতে। ওরা আমাকে বাধ্য করে তেমন করতে। আমি বুঝতে পারি মা মারা গিয়েছে। আমি এটা ভুলতে পারি না। সবসময় মনে হয় ওই রাতে আমি মায়ের সাথে ঘুমোলে এরকম হত না। আমি আরেকটু আগে হাসপাতাল পৌঁছলে এরকম হত না। আমাকে ডাক্তাররা জানিয়েছিল আমার মায়ের কাছে আট দিন ধরে খাওয়ার মতো কিছু ছিল না। ২২ বছরের বিবাহিত জীবনে মাকে কখনও খুশি দেখিনি। হয় দেখতাম মা মার খাচ্ছে অথবা বাবা-মায়ের ঝগড়া হচ্ছে।’ আরও পড়ুন: হৃতিক রোশন বিতর্কে সরব কঙ্গনা, ‘বিবাহিত পুরুষদের আকর্ষণই আলাদা, ওরা…’

মুনাওয়ার আরও বলেন, ‘প্রথমে তো ডাক্তারকে জানানোই হয়নি মা অ্যাসিড খেয়েছে। আমাকে ঠাকুমা একপাশে নিয়ে গিয়ে কথাটা জানায়। আমি যখন বলি একথা আমরা ডাক্তারকে বলছি না কেন, উনি বলেন, ‘তাহলে আমরা সমস্যায় পড়ে যাব’। এরপর আমি আমার মাসির মেয়ে, যে ওখানে নার্স, তাকে কথাটা বলি। তারপর আমার মায়ের সঠিক চিকিৎসা শুরু হয়।’

দেশের জনপ্রিয় কমেডিয়ানদের মধ্যে অন্যতম মুনাওয়ার ফারুকি। গত বছর মুনাওয়ার খবরে আসেন যখন হিন্দু দেবতাকে নিয়ে করা মস্করার কারণে জেলে যেতে হয় তাঁকে। আপাতত ‘লক আপ’-এর অন্যতম চর্চিত প্রতিযোগীও মুনাওয়ার। শো-তে তাঁর ও অপর প্রতিযোগী অঞ্জলির সম্পর্কও নিয়েও বাইরে কম জলঘোলা হয়নি।

বন্ধ করুন