বাংলা নিউজ > বায়োস্কোপ > Lock Upp: সাধারণ জ্ঞানের পরীক্ষা, রাষ্ট্রপতির নাম জানেন না পায়েল রোহাতগি

Lock Upp: সাধারণ জ্ঞানের পরীক্ষা, রাষ্ট্রপতির নাম জানেন না পায়েল রোহাতগি

পায়েল রোহাতগি।

যত দিন যাচ্ছে কঙ্গনার এই রিয়েলিটি শো ততই যেন আকর্ষক হয়ে উঠছে। 

ওটিটি-তে রমরমিয়ে চলছে রিয়েলিটি শো ‘লক আপ’। প্রায় প্রতিদিনই প্রতিযোগীদের জন্য নতুন টুইস্ট আর টার্ন নিয়ে আসছে এই শো। দর্শকও চুটিয়ে তা উপভোগ করছেন। যত দিন যাচ্ছে কঙ্গনা রানাওয়াতের এই শো যেন ততই আকর্ষক হয়ে উঠছে। 

আপাতত লক আপের প্রতিযোগীদের দুটি ভাগে ভাগ করা হয়েছে। টিম ব্লু আর টিম অরেঞ্জ। এবারের টাস্কে প্রতিযোগীদের সাধারণ জ্ঞানের পরীক্ষা করা হয়। কমলা টিমের থেকে পায়েল রোহাতগি আর পুনম পাণ্ডে যেখানে প্রশ্নের উত্তর দেবেন, সেখানে সহ-প্রতিযোগী সিদ্ধার্থ শর্মা আর ববিতা ফোগত ওঠাবে ওয়েটস। প্রশ্নের উত্তর ভুল হলেই বাড়বে ওজনের মাত্রা। আর নীল টিম থেকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাছা হয়েছিল নিশা আর সারাকে। আর ওয়েট ওঠানোর দায়িত্বে ছিলেন শিবম আর তহেসিন। 

আর এই প্রশ্নোত্তর পর্বে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম জানতে চাওয়া হয়। আর অদ্ভুতভাবে এই উত্তর ছিল না কারও কাছে। সোশ্যাল মিডিয়ায় পায়েল রোহাতগি, যিনি হামেশাই রাজনীতি নিয়ে ভিডিয়ো বানিয়ে থাকেন, তিনিও জানেন না নিজের দেশের রাষ্ট্রপতির নাম। শুধু তাই নয়, টুইটারের ওয়ার্ড কাউন্ট কত সেটাও বলতে পারেন না পায়েল। তিনি উত্তর দেন ১৪০, যেখানে সঠিক উত্তর ২৮০। প্রসঙ্গত, ২০২১ সালে পায়েলের টুইটার অ্যাকাউন্ট একইমাসে দু'বার ব্লক করা হয়েছিল নিয়ম না মানার কারণে। 

অবস্থা খারাপ বুঝে দুই টিমই নিজেদের প্রতিযোগী বদলে ফেলেন। এবং খেলার শেষে জিত হয় কমলা টিমের। খুব জলদি তাঁদের বিশেষ পুরস্কার দেওয়া হবে।

বন্ধ করুন