আর মাত্র কয়েকটা দিন বাকি। এই প্রথমবার ভোটের ময়দানে নেমেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর তার প্রচারে এতটুকু ফাঁক রাখতে চাইছেন না অভিনেত্রী। আর এই প্রচারের ফাঁকেই তাঁর বিরুদ্ধে উঠল বিধিভঙ্গের অভিযোগ। আর এই অভিযোগ উঠেছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। কিন্তু কী অভিযোগ উঠেছে রচনার বিরুদ্ধে? রচনা বন্দ্যোপাধ্যায় নাকি হুগলির মহিলা ভোটারদের প্রভাবিত করার জন্য এই সময় সেখানে দিদি নম্বর ওয়ানের অডিশন এবং শ্যুটিং করছেন। এই অভিযোগ উঠতে কী বলছেন দিদি নম্বর ওয়ান?
আরও পড়ুন: 'ক্ষতি কী?' বিয়ে বাড়িতে গান গাওয়া বিতর্কে এবার মুখ খুললেন রাহুল বৈদ্য, সমর্থন করলেন অভিজিৎকে?
কী কাণ্ড ঘটিয়েছেন রচনা?
হুগলির রবীন্দ্রনগরের দেবীদাসতলার একটি স্টুডিওর সামনে বুধবার বিপুল ভিড় দেখা যায়। এরপর বিজেপির তরফে অভিযোগ করা হয় যে সেখানে নাকি দিদি নম্বর ওয়ানের অডিশন চলছে। তবে এই অভিযোগ ওঠার পর সেটা নাকচ করে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন সেখানে অডিশন নয়। বরং শ্যুটিং চলছে দিদি নম্বর ওয়ানের। তাঁর দাবি বিজেপির সব দাবি 'মিথ্যে এবং ভুয়ো'।
আরও পড়ুন: ভরা মঞ্চে গান গাইছেন জুবিন গর্গ, আচমকাই স্টেজে উঠে গায়ককে জাপটে চুমু মহিলা হোমগার্ডের! তারপর...
তবে রচনা যতই যাই বলুক বিজেপির দাবি দিদি নম্বর ওয়ানে খেলতে দেওয়ার ছুতোয় ভোট চাইছে তৃণমূল। এদিন লকেট চট্টোপাধ্যায় সাফ সাফ তাঁর বক্তব্যে সাংবাদিকদের জানিয়ে দেন, তাঁর কাছে এমন কিছু ভিডিয়ো এসেছে যেখানে স্পষ্টই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ভোট চেটে দিদি নম্বর ওয়ানে খেলতে দেওয়ার সুযোগের কথা বলছে। তিনি আরও জানান, 'জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে টাই আপ করে মহিলাদের অডিশন নিচ্ছে ভোটের স্বার্থে।' লকেটের দাবি একটাই এখানে এই শ্যুটিং বন্ধ করতে হবে। তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথাও বলেছেন।
আরও পড়ুন: ২৬ কোটি ৭৬ লাখের কেবল বাড়ি! সোনা - হিরে - গাড়ি মিলিয়ে মোট কত সম্পত্তির মালিক কঙ্গনা?
কিন্তু বিজেপি যতই হুমকি দিক তাতে নড়চড় হচ্ছে না তৃণমূল কংগ্রেসের অবস্থান। তাঁদের দাবি এই সমস্ত অভিযোগ মিথ্যে।