প্রতিবছর ১৩ জানুয়ারি পালিত হয় লোহরি উৎসব। এই দিন পাঞ্জাব সহ উত্তর ভারতে ফসল কাটার উৎসব পালন করা হয়। মনে করা হয়, বছরের যে দিন থেকে দিন বড় এবং রাত ছোট খাওয়া শুরু হয় ঠিক সেইদিনই পালন করা হয় এই উৎসবটি। এই উৎসবটি মূলত উত্তর ভারত অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, দিল্লি, জম্মু এবং চন্ডিগড় শহরে পালন করা হয়।
আর পাঁচটা পাঞ্জাবি মেয়ের মতোই প্রতিবছর লোহরি উৎসবে মেতে ওঠেন অভিনেত্রী নিমরত কৌর। সম্প্রতি এই উৎসবটি সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেত্রী তুলে ধরেন পুরনো দিনের বহু কথা। অভিনেত্রী বলেন, আমার দিদা প্রায় ১৫০টি খাবারের প্যাকেট তৈরি করে আমাদের বাড়িতে, প্রতিবেশী এবং কলোনির বাসিন্দাদের মধ্যে বিতরণ করতেন। ছোট থেকেই এই দৃশ্য দেখে বড় হয়েছি আমি।
আরও পড়ুন: কবে এত ভালো নাচ শিখলেন অরিজিৎ! ডবল ধামাকা আহমেদাবাদ কনসার্টে, ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন: মলদ্বীপের নীল সাগরে 'লালপরী' তাহসানের কচি বউ! রোজার সঙ্গে আদরে মাখামাখি গায়কের
অভিনেত্রী আরও বলেন, আমি যেহেতু ভোজন রসিক তাই এই উৎসবটি আমার জন্য আরও বেশি স্পেশাল হয়ে ওঠে। এই উৎসবের দিন আমার দিদা বিভিন্ন রকম নোনতা এবং মিষ্টি তৈরি করতেন যা আমার ভীষণ ভীষণ প্রিয়। আমার দিদার বাড়িতে একটি বিশাল বড় উনুন আছে, যেখানে সকাল থেকেই সরসো কা শাগ, মাক্কি কি রোটি তৈরি করা হত।
স্মৃতির পাতা উল্টে অভিনেত্রী বলেন, আমার দিদা যদি আজ বেঁচে থাকতেন, তাহলে আজও দিদার হাতের খাবারের সেই স্বাদ উপভোগ করতাম আমি। তবে আজও আমাদের গোটা পরিবারের সদস্যরা একত্রিত হয় এবং এই উৎসবে মেতে ওঠে। সারা বছর যেমন পোশাক পরি না কেন এই বিশেষ উৎসবে একেবারে পাঞ্জাবী মেয়ের সাজে সেজে উঠি আমি। এই উৎসবে যদি আপনি আপনার আসল সাজে সেজে উঠতে না পারেন, তাহলে উৎসবের মজাই বৃথা হয়ে যায়।
আরও পড়ুন: দিল্লিতে বন্ধুর বিয়েতে গিয়ে ডেটিং! জাহ্নবীর সঙ্গে পোজ দিলেন শিখর, বেদাংকে নিয়ে হাজির খুশি
আরও পড়ুন: সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালে! হাজির বিনোদিনী, ‘সুইটহার্ট’ আবিরের কাছে বিশেষ আবদার রুক্মিণীর
তবে এই বছর কাজে ব্যস্ত থাকায় বাড়ি ফিরতে পারেননি নিমরত। তবে শ্যুটিং ফ্লোরে থাকা সকলের সঙ্গেই এই বিশেষ দিনটি পালন করছেন অভিনেত্রী। প্রসঙ্গত, গতবছর অভিষেক বচ্চনের সঙ্গে নিমরত কৌরের সম্পর্কে জড়িয়ে পড়ার একটি গুজব ছড়িয়ে পড়ে, এই খবরটি যে একেবারে ভুয়ো তা অভিষেক এবং ঐশ্বর্যের সম্পর্কের সমীকরণ দেখলেই বোঝা যাচ্ছে।