সোমবার কোচবিহার জেলার মেখলিগঞ্জ এবং আলিপুরদুয়ারের ফালাকাটায় রোড শো করেন দেব। তৃণমূলের ভোট প্রচারে সোমবার মেখলিগঞ্জে রোড শো করলেন তারকা প্রার্থী-টলিউড অভিনেতা দেব তথা দীপক অধিকারী। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অংশ মেখলিগঞ্জ বিধানসভা। সেখানে তৃণমূলের প্রার্থী নির্মলচন্দ্র রায়। এ দিন তাঁর সমর্থনেই দুপুরে মেখলিগঞ্জ বোর্ডিং মাঠ থেকে পূর্বপাড়া পর্যন্ত রোড শো করেন দেব। প্রিয় নায়ককে দেখতে ভিড় জমে যায় রাস্তার পাশে ও বোর্ডিং মাঠে।
প্রচারে দেব
বিভিন্ন জেলায় প্রচারে যাচ্ছেন তারকা প্রার্থী। সোমবার ফালাকাটার জটেশ্বরে তাঁর রোড শো ছিল। আর তাই তাঁর যাতায়াতের সুবিধার্থে ফালাকাটার জটেশ্বর হাই স্কুলের মাঠে তৈরি হয়েছে হেলিপ্য়াড। হেলিকপ্টারে করে সরাসরি জটেশ্বরে আসেন অভিনেতা দেব। সেখান থেকে সড়কপথে গাড়ি করে জটেশ্বর কাজলীহল্ট বাজার থেকে জটেশ্বর ধেনারপুল পর্যন্ত রোড শো করেন তিনি। ভোটপ্রচারে আসছেন দেব! তাই হাফ ছুটি করে দেওয়া হয় স্কুল।
জটেশ্বর হাই স্কুলের মাঠে
ফালাকাটার জটেশ্বর হাই স্কুলের মাঠে তৈরি করা হয়েছে সেটি। সেই কারণে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে বলে খবর। সকালে প্রথম চারটি পিরিয়ডের পরই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। আচমকা ছুটি পেলে কে না খুশি হবে! স্কুলে হাফ ছুটির ঘণ্টা বাজতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন পড়ুয়ারা। তার উপর বাড়তি পাওনা টলিউড সুপারস্টার দেবকে দেখার সুযোগ। পড়ুয়ারা তো আহ্লাদে আটখানা।
আরও পড়ুন: মুক্তির ২ বছর পর নন্দনে প্রদর্শিত হবে ‘অপরাজিত’, কী বলছেন উচ্ছ্বসিত পরিচালক অনীক দত্ত
আরও পড়ুন: ‘ভুলভুলাইয়া ৩’-এর কাজে কলকাতায় কার্তিক, বাইকে চড়ে হাওড়া ব্রিজে শ্যুট করলেন রুহ বাবা
স্কুলের এক পড়ুয়া অভিজিৎ ঘোষ জানিয়েছেন, অন্যদিন স্কুল ছুটি হয় বিকেল চারটে নাগাদ। কিন্তু এ দিন চারটে ক্লাসের পরই ছুটি হয়ে গিয়েছে। এ দিকে শুনেছেন, টলিউডের সুপারস্টার দেব আসছে। তাই তাঁকে দেখার জন্য মাঠেও ভিড় জমিয়েছিলেন পড়ুয়ার। জটেশ্বর হাই স্কুলের টিচার ইনচার্জ অমিতকুমার দত্ত জানিয়েছেন, ‘স্কুলের মাঠে হেলিপ্যাড হয়েছে, মাইক বাজছে। ক্লাস করাতে সমস্যা হচ্ছে। তাই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তবে ক্লাস তো হয়েছে। পরে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্কুল বন্ধ রাখা হয়েছে।’ কিন্তু জনৈতিক অনুষ্ঠানের জন্য স্কুলের মাঠে হেলিপ্যাড তৈরি আর স্কুলের হাফ ছুটি নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ঘটনায় দানা বেঁধেছে বিতর্ক।
আরও পড়ুন: YRF-এর স্পাই ইউনিভার্সে যোগ দিচ্ছেন অনিল কাপুর? কোন ছবিতে দেখা যাবে তাঁকে, কী বলছে রিপোর্ট
বিতর্ক তুঙ্গে
এ প্রসঙ্গে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বলেন, পড়াশোনায় ক্ষতির বিষয়টি তৃণমূল বোঝে না তাই তাঁরা বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। অন্যদিকে, তৃণমূলের প্রার্থী প্রকাশ চিক বরাইক জানান, বিষয়টি তাঁর জানা নেই। কে বা কারা হেলিপ্যাড তৈরি করেছে, তা খোঁজ নিয়ে দেখবেন তাঁরা। আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী তথা রাজ্যসভার সদস্য আরও বলেন, ‘আলিপুরদুয়ার কেন্দ্রে নিজেদের হার যে নিশ্চিত তা বুঝে গিয়েছে বিজেপি। সে জন্যই যেকোনও বিষয় নিয়ে বিতর্ক তৈরি করছেন তাদের দলের নেতারা।’
এ দিকে এ দিন প্রিয় নায়ককে দেখতে ভিড় জমে যায় রাস্তার পাশে ও বোর্ডিং মাঠে। দেব বলেন, ‘যাঁরা কথা দিয়ে কথা রাখেন এবং যাঁরা নির্বাচনের পর পালিয়ে যান, তাঁদের বুঝতে হবে। আমাদের নেত্রী ও আমাদের দল মানুষের সঙ্গে আছে। লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথীর মতো কাজ হয়েছে।’