খবরটা আগেই ছিল। দিনদিন যেভাবে টিআরপি কমছে তাতে আর ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ চালিয়ে নিয়ে যাবে না জি বাংলা। বিশেষ করে যখন স্টার জলসায় ওই একইসময়ে দেওয়া হল পঞ্চমী। সুস্মিতা দে আর রাজদীপের এই ধারাবাহিক নাগিনের গল্প নিয়ে। মনে করা হচ্ছে, পরাবাস্তব এই ধারাবাহিক দর্শককে বিশেষভাবে আকর্ষণ করবে। ইতিমধ্যেই ‘পঞ্চমী’ হিট। তাই লক্ষ্মীকাকিমাকে তো সরতেই হত।
জি বাংলার তরফে রাত সাড়ে আটটার স্লটে ১৯ ডিসেম্বর থেকে দেখা যাবে শ্রুতি দাস আর গৌরব রায় চৌধুরীর রাঙা বউ। ফলত ১৮-তেই সরতে হবে লক্ষ্মীকাকিমা সুপারস্টারকে। তবে এখনই বন্ধ হবে না এই ধারাবাহিক। স্লট বদল হওয়ারই সম্ভাবনা বেশি। রাত ১০টা কিংবা সাড়ে ১০টার স্লটেই পাঠিয়ে দেওয়া হবে অপরাজিতা-দেবশঙ্করকে। গত সপ্তাহেও টিআরপি-তে নয় নম্বরে ছিল ধারাবাহিক। নম্বর ছিল ৬.৭। মাধবীলতাকে হারিয়ে স্লটও লিড করছিল টানা। তবে এখন পঞ্চমী শুরু হওয়ায় কোনওভাবেই ঝুঁকি নিতে রাজি নয় জি বাংলা।
এদিকে জি বাংলার টাইম স্লট অনেকটাই বদলে গিয়েছে। একগুচ্ছ নতুন মেগা শুরু হয়েছে যে! তালিকায় রয়েছে রাত আটটার স্লটে নিম ফুলের মধু, রাত সাড়ে আটটায় রাঙা বউ। এরপর রাত ৯টায় রয়েছে সোহাগ জল। সাড়ে নটায় ‘তোমার খোলা হওয়া’। ‘বোধিসত্বের বোধবুদ্ধি’ আর ‘উড়ন তুবড়ি’-র কাজও শেষ। এবার লক্ষ্মীকাকিমা রাত ১০টায় আসে না সাড়ে ১০টায় সেটাই দেখার। অপেক্ষা চ্যানেলের তরফে আনুষ্ঠানিক ঘোষণার।