গত বছর হেমা কমিটির রিপোর্টে কেঁপেছিল গোটা মালায়ালাম ইন্ডাস্ট্রি। একাধিক নায়ক-পরিচালকের বিরুদ্ধে নারী নির্যাতন, যৌন হেনস্থার মামলা সামনে আসে। নতুন বছরেও বিতর্কের কেন্দ্রে দক্ষিণীর এই ফিল্ম ইন্ডাস্ট্রি। এবার পকসো মামলায় পলাতক মালয়ালম অভিনেতা কুটিকাল জয়চন্দ্রন ওরফে কেআর জয়চন্দ্রন। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল কেরল পুলিশ। সাউথ ফার্স্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে অভিনেতার বিরুদ্ধে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে এবং নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালে কোঝিকোড়ের কাসাবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। আরও পড়ুন-সইফ-করিনার ছেলে জেহ-কে পণবন্দি করে ১ কোটি টাকা আদায়ের লক্ষ্য ছিল বাংলাদেশি হামলাকারীর
জয়চন্দ্রনের নামে লুক আউট নোটিস জারি
কেরল পুলিশের জারি করা লুকআউট নোটিসে জনসাধারণকে অভিনেতার অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জয়চন্দ্রনের বিরুদ্ধে পকসো আইনে ধর্ষণ ও অন্যান্য ধারায় অভিযোগ আনা হয়েছে। কেরল হাইকোর্টের মতো কোঝিকোড় দায়রা আদালতও তাঁর আগাম জামিন নাকচ করে দিয়েছে, তারপর থেকেই পলাতক অভিনেতা। উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে অভিনেতার।
কী ঘটেছিল?
জয়চন্দ্রনের বিরুদ্ধে এক নিকট আত্মীয়ের ৪ বছরের শিশুকে ওই শিশুর মায়ের বাড়িতেই ধর্ষণের অভিযোগ রয়েছে। কেরালা কৌমুদির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি শেষকৃত্যে অংশ নেওয়ার সময় শিশুটি তার দিদিমার কাছে ঘটনাটি জানায়। মনোবিদ এবং ম্যাজিস্ট্রেটের কাছে সেই কুকীর্তি ফাঁস করে খুদে। মেডিক্যাল পরীক্ষায়ও ধর্ষণের সন্দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর।
নির্যাতিতার আত্মীয়রা সম্প্রতি কোঝিকোড় সিটি পুলিশ কমিশনারের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তাঁদের অভিযোগে বলা হয়েছে যে অভিযুক্তদের বিরুদ্ধে যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হয়। ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত অভিযোগ দায়েরের পর ছয় মাস পেরিয়ে গেছে। এতে আরও বলা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নির্যাতিতা শিশুটিকে স্কুলে পাঠানো হচ্ছে না এবং আত্মীয়দের হুমকি দেওয়া হচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য।
আরও পড়ুন-‘এ আর এমন কী বড় ঘটনা…’, ফাঁসি হল না সঞ্জয়ের, যাবজ্জীবন সাজায় হতাশ দেবলীনা-কিঞ্জলরা
জয়চন্দ্রন এর আগে যুক্তি দিয়েছিলেন যে 'পারিবারিক বিরোধে তিনি যে অবস্থান নিয়েছিলেন' তার কারণে তাঁকে এই মামলায় 'মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে'। টিভি শো কনস্টেবল মঞ্জু ছাড়াও তাকে সর্বশেষ ২০২৪ সালের মালয়ালম চলচ্চিত্র চিথিনি এবং থানুপ-এ দেখা গিয়েছিল।