একজন দক্ষ সংগীত শিল্পী হওয়ার পাশাপাশি মানুষ হিসেবে বরাবরই নিজের সাহস ও সচেতনতার পরিচয় দিয়ে এসেছেন লোপামুদ্রা মিত্র। তাই গোটা দেশ সহ এ রাজ্যেও যখন আছড়ে পড়েছে করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউ,তাই সংক্ৰমণ ঠেকাতে আগামী কিছুদিনের জন্য নিজস্ব বুটিক 'প্রথা'বন্ধ আঁকছেন লোপামুদ্রা মিত্র। সোশ্যাল মিডিয়াতেই নিজের এই শদ্ধান্তের কথা তিনি ঘোষণা করেছেন। জানিয়েছেন,২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত বন্ধ থাকবে 'প্রথা'। তাঁর করা ওই পোস্টেই তিনি জানিয়েছেন এইমুহূর্তে সুস্থ থাকা সবথেকে জরুরি। একবার পরিস্থিতি ঠিক হলে ফের নতুন করে সব শুরু হবে। তাছাড়া, একটি বুটিক খুলে রাখলেই সেই বিপনীতে যেমন কর্মচারীরা থাকবেন তেমনই কেনাকাটার জন্য ক্রেতাদের যাতায়াতও চলবে। যা সংক্ৰমণ বাড়ানোর পক্ষে যথেষ্ট। পাশাপাশি 'প্রথা' বন্ধ করার পিছনে শিল্পীর যুক্তি,' এইমুহূর্তে কেউই তেমন কেনাকাটার মেজাজে নেই।' এছাড়াও একজন সচেতন নাগরিক হিসেবে এইমুহূর্তে তাঁর অন্যতম প্রধান কর্তব্য নিজের বিপণির কর্মচারী ও ক্রেতাদের সাবধানতার বিষয়ে লক্ষ্য রাখা। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় মাস্ক,স্যানেটাইজারের ছবি পোস্টের সঙ্গে শিল্পী লিখেছেন,এইমুহূর্তে প্রাণ বাঁচাতে পোষাকের থেকেও এই জিনিষগুলো বেশি জরুরি।