সেপ্টেম্বর মাসে ছিল লোপামুদ্রা মিত্র আর জয় সরকারের কনসার্ট। তবে সেই সময় আরজি কর নিয়ে উত্তাল ছিল শহর কলকাতা। অশান্ত ছিল সকলের মন। ফলে সেবার কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নেন দম্পতি। তবে নভেম্বরে যে ফিরবেন, সেই ঘোষণা করে রেখেছিলেন আগেই। আর বুধবারে করলেন কনসার্টের তারিখ আর সময় ঘোষণা।
লোপামুদ্রা কনসার্টের একটি পোস্টার শেয়ার করে নিলেন ইস্টাগ্রামে। লিখলেন, ‘আমরা আসছি আমাদের গানের গাড়ি নিয়ে। আগামী ২৯ নভেম্বর,২০২৪। বিড়লা সভাঘর। সন্ধ্যে ৬.৩০ টা।’ সঙ্গে টিকিট বুকিংয়ের লিঙ্কও দিয়ে দিয়ছেন বাঙালির এই প্রিয় গায়িকা।
কীভাবে বুক করবেন লোপামুদ্রার কনসার্টের টিকিট?
লোপামুদ্রা যে লিঙ্ক দিয়েছেন নিজের প্রোফাইলে তা কপি-পেস্ট করলেই খুলে যাবে বুকিং পেজ। skillboxes.com সাইটের মাধ্যমে করতে হবে বুকিং। আর দেখা গেল তিনটে ক্যাটাগরির টিকিট রয়েছে।
আরও পড়ুন: সলমন খানকে খুনের হুমকি, রাজস্থান থেকে গ্রেফতার ৩২ বছরের যুবক, যিনি আবার লরেন্স বিষ্ণোইয়ের ভক্ত
একদম সামনের তিনটি রো- সি-ডি-ই-তে টিকিট কাটতে চাইলে দিতে হবে জনপ্রতি ৯৯৯ টাকা। এরপরের রো গুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। মাঝামাঝি সিটগুলিতে খরচ পড়বে ৭৯৯ টাকা। আর একদম পিছনের সারিতে ৫০০ টাকা।
আরও পড়ুন: ষষ্ঠ দিনে বদলে গেল সব হিসেব! আয়ে এগিয়ে ভুল ভুলাইয়া ৩, কত পিছনে পড়ল সিংঘম এগেইন
১৩ই সেপ্টেম্বর কলকাতার বিড়লা সভাঘরে হতে চলা সেই কনসার্ট বাতিলের ঘোষণা করে লোপামুদ্রা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, ‘তিলোত্তমার জন্য আমরা কেউ ভালো নেই। এই মানসিক অবস্থায় সব ভুলে হই হই করে গান-বাজনা করায় মন দিতে পারছি না আমরা।আমরা সংগীতশিল্পী , যন্ত্রশিল্পী । আমাদের কাজ মানুষকে ভালো রাখা। দীর্ঘ ৩০ বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে , আমি , জয় এই কাজই করে চলেছি। আমাদের সাথে জড়িয়ে আছে আরোও অনেকগুলো মানুষের পেশা, রুজি-রোজগার । তবু, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪, জয়-লোপা এক্সপ্রেস চলবে না।’
সেই সময় যারা টিকিট বুক করেছিল, সবারই টাকা ফিরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: ফরসা-গোলাপি রং, মিষ্টি ফ্রেম! মেয়ের প্রথম ছবি সামনে আনলেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী
এদিকে কদিন আগেই খুব কাছের মানুষকে হারান গায়িকা। যার জন্যই এই জয়-লোপা এক্সপ্রেস নতুন করে পথচলা শুরু করেছিল। তিনি আর কেউ নন, বাউল গানের পরিচিত নাম ষষ্ঠী দাস বাউল। সেই খবর শেয়ার করে তিনি শেয়ার করেন, ‘এতো তাড়াতাড়ি ষষ্ঠীদা চলে যাবেন, ভাবিনি। একটা কথাই শুধু মনে হচ্ছে, জয়-লোপা এক্সপ্রেস, যে কারণে আবার কাজ শুরু করছিল, তার প্রধান কারণ, ষষ্ঠী দাস বাউল দাদার চিকিৎসার জন্য কিছু অর্থ সংগ্রহ করা।’
১৯৯৭ থেকে ২০০৭ সাল অব্দি টানা লোপামুদ্রার গানের আসরে সঙ্গত দিতেন জয়। সেখান থেকে প্রেম আর সংসার। তবে এরপর জয় নিজের সুরকার হিসেবে যে কাজ, তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। লোপাকে সঙ্গ দিতে পারেননি বহু বছর। তবে মিস করতেন পাশে থেকে স্টেজ শেয়ার করাটা। বিরতির পর, বিদেশে কয়েকটি কনসার্ট করে এসেছেন। তবে কলকাতায় একসঙ্গে কনসার্ট করবেন ১৭ বছর পর।