‘খুল্লমখুল্লা প্যায়ার করেঙ্গে হাম দোনো’, লিয়েন্ডার পেজ ও কিম শর্মার প্রেম কাহিনির জন্য একদম পারফেক্ট লাইন এটি। এর আগে একাধিক সম্পর্ক ভেঙেছে দুজনের, তবে প্রেমে পড়া বারণ নয় তা বারেবারে বুঝিয়ে দেন কিম-লিয়েন্ডার জুটি। দেখতে দেখতে ভালবাসার সফরের ৩৬৫ দিন পার করে ফেললেন তাঁরা। আর এই বিশেষ দিন উদযাপন করতে প্রেমিকের সঙ্গে কাটানো একগুচ্ছ অদেখা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন ‘মহব্বতেঁ গার্ল’। পাশাপাশি প্রেমিকের জন্য আদুরে বার্তাও শেয়ার করেছেন কিম।
গত বছর মার্চ মাসেই শুরু হয়েছিল এই প্রেম কাহিনি, তবে সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় জুলাই মাসে, সেই সময় গোয়ায় ছুটি কাটাচ্ছিলেন দুজনে। এর ঠিক দু-মাসের মাথায় নিজেদের সম্পর্কে সিলমোহর দিয়ে দেন কিম ও লিয়েন্ডার।
কিমের শেয়ার করা ছবিতে কখনও সমুদ্র সৈকতে, কখনও বাইক রাইডের ফাঁকে লেন্সবন্দি হয়েছেন দুজনে। ছবির ক্যাপশনে কিম লেখেন, ‘হ্যাপি অ্যানিভারসারি চার্লস। ৩৬৫ দিন… অন্তহীন মুহূর্ত, আনন্দ, কত কী শেখা! আমার হওয়ার জন্য ধন্যবাদ, ভালোবাসি তোমাকে- মিচ’।
সোশ্যাল মিডিয়ায় এই জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ফ্যানেরা। সবার প্রশ্ন, শুভ কাজে আর দেরি কেন! জলদি লিয়েন্ডার-কিমের বিয়ের ছবি দেখতে আগ্রহী অনুরাগীরা।