শুক্রবার, ৭ ফেব্রুয়ারি একসঙ্গে মুক্তি পেল দুটো ছবি। কিন্তু একি! জমিয়ে প্রচারের পরও নামমাত্র আয়ে খাতা খুলল লাভিয়াপ্পা! বরং সেই ছবিকে টক্কর দিয়ে প্রথম দিন এগিয়ে রইল হিমেশ রেশামিয়ার ছবি ব্যাডঅ্যাস রবিকুমার। কী অবস্থা স্কাই ফোর্স এবং দেবার?
আরও পড়ুন: অসমবয়সী প্রেমের গল্পে দিতিপ্রিয়ার বিপরীতে জিতু! ধারাবাহিকের নাম বদলে 'তোমাকে ভালোবেসে' থেকে হল কী?
লাভিয়াপ্পা ছবিটির বক্স অফিস কালেকশন
৭ ফেব্রুয়ারি মুক্তি পেল খুশি কাপুর এবং জুনায়েদ খানের প্রথম ছবি যা বড় পর্দায় মুক্তি পেল, লাভিয়াপ্পা। জমিয়ে প্রচার করা হয় ছবিটির। কিন্তু তারপরও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারল না প্রথম দিন। শুক্রবার মাত্র ১ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে। জেন জেড প্রজন্মের প্রেমের গল্প উঠে এসেছে এই ছবিতে।
ব্যাডঅ্যাস রবিকুমার ছবিটির বক্স অফিস কালেকশন
সেই অর্থে প্রচার না পেলেও, বক্স অফিসে লাভিয়াপ্পার থেকে তুলনামূলক ভাবে ভালো সাড়া পেয়েছে হিমেশ রেশামিয়ার ছবি ব্যাডঅ্যাস রবিকুমার। এই ছবিটিও ৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। প্রথম দিন বক্স অফিসে ছবিটি ২ কোটি ৭৫ লাখ টাকার ব্যবসা করেছে।
স্কাই ফোর্সের বক্স অফিস আয়
স্কাই ফোর্স ছবিটি তৃতীয় শুক্রবার মাত্র ৮৫ লাখ টাকার ব্যবসা করেছে। প্রসঙ্গত এটাই এই ছবি মুক্তি পাওয়ার পর প্রথম দিন ছিল যেদিন এটি ১ কোটি টাকার কম ব্যবসা করেছে। সচনিল্কের রিপোর্ট অনুযায়ী বর্তমানে স্কাই ফোর্সের ব্যবসা গিয়ে দাঁড়িয়েছে ১০৬ কোটি ৪০ লাখ টাকায়। প্রথম সপ্তাহে এটি ৮৬ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছিল আর দ্বিতীয় সপ্তাহে ১৯ কোটি ৫ লাখ টাকার।
দেবা ছবিটির বক্স অফিস কালেকশন
বর্তমানে এই ছবিটি ৩০ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। দ্বিতীয় শুক্রবার শাহিদ কাপুর অভিনীত ছবিটি ৮০ লাখ টাকার ব্যবসা করেছে। বর্তমানে এই ছবির মোট আয় ২৯ কোটি ২০ লাখ টাকায় দাঁড়িয়েছে। মুক্তির পর প্রথম সপ্তাহে ছবিটি ২৮ কোটি ৪০ লাখ টাকা আয় করেছিল। এই ছবিটিও ৭ ফেব্রুয়ারি মুক্তির পর প্রথমবারের জন্য ১ কোটি টাকার কম ব্যবসা করল।