অদ্বৈত চন্দন পরিচালিত লাভিয়াপ্পা মুক্তি পেতে চলেছে আগামীকাল। খুশি কাপুর এবং জুনায়েদ খান দুজনেই ডিজিটাল প্লাটফর্মে অভিনয় করলেও বড় পর্দা এই প্রথম অভিনয় দুজনের। তবে ৭ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তির আগেই বুধবার মুম্বইয়ে সিনেমাটির স্পেশাল স্ক্রিনিং - এর আয়োজন করেছিলেন আমির খান।
আমির আয়োজিত এই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ধর্মেন্দ্র, রেখা, জাভেদ আখতার, শাহরুখ খান, সলমন খান সহ আরও অনেকেই। সিনেমা দেখে সকলেই খুশি এবং জুনায়েদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বিশেষ করে ধর্মেন্দ্র এবং জাভেদ দুই তরুণ অভিনেতা-অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
আরও পড়ুন: গ্র্যামি পুরস্কার পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ চন্দ্রিকা ট্যান্ডনের, কে তিনি?
আরও পড়ুন: কিছুদিন আগেই চোট পান, এবার খাঁটি বাংলায় সোনু নিগমের বার্তা ‘কলকাতা আসছি’, কেন?
প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র অভিনয়ের প্রশংসা করে বলেন, ভীষণ স্বাভাবিক অভিনয় লাগল। মনেই হল না অভিনয় দেখলাম। এটি প্রত্যেক বাড়ির গল্প। জাভেদ আখতার বলেন, চমৎকার একটা গল্প। একেবারে অন্যরকম সিনেমা। ভীষণ ভালো অভিনয়।
ধর্মেন্দ্র এবং জাভেদ আখতার ছাড়াও অভিনেতা আলি ফজল থামস আপ দেখিয়ে সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। শাবানা আজমিও প্রশংসা করেছেন খুশি এবং জুনায়েদের। পরিচালক করণ জোহার ইনস্টাগ্রাম পোস্টে সিনেমার প্রশংসা করে বলেন, ২০২৫-এর প্রথম প্রেমের গল্প লাভিয়াপ্পা। বর্তমান সময়ের গল্প দেখানো হয়েছে এই সিনেমায়। সবার দেখা উচিত।
আরও পড়ুন: ‘হঠাৎ শোনা গেল রূপরেখা অরিজিৎ সিং-এর প্রথম বউ’! ফিরছেন ফেম গুরুকুল জয়ী, সুখবর দিলেন সমিধ
আরও পড়ুন: প্রেমের মাসে 'গানের ওপারে'র 'পুপে'র চমক! নতুন গান নিয়ে আসছেন মিমি, কবে মুক্তি?
কাজল টুইট করে লিখেছেন, গোটা টিমকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই সিনেমার গল্পটা সত্যিই অসাধারণ। কাছের সিনেমা হলে এটি দেখতে একদম ভুলবেন না।
জুনায়েদ আমির এবং রিনা দত্তের বড় ছেলে। বহু বছর বাবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না জুনায়েদের। তবে বর্তমানে সমস্ত খারাপ অতীত ভুলে ফের কাছাকাছি এসেছেন আমির খান এবং জুনায়েদ। অন্যদিকে বনি কাপুরের ছোট কন্যা খুশি কাপুর বাবার আদরের নয়নের মণি।