বাংলা নিউজ > বায়োস্কোপ > Tithi Bose: ঝিলিক হারিয়েছিল মা, তিথি বাস্তবে হারায় বাবাকে, নুন-ভাত খেয়েও স্কুলে যেতে হত তখন!

Tithi Bose: ঝিলিক হারিয়েছিল মা, তিথি বাস্তবে হারায় বাবাকে, নুন-ভাত খেয়েও স্কুলে যেতে হত তখন!

জীবন সংগ্রাম নিয়ে মুখ খুললেন ‘ঝিলিক’ তিথি। 

মা ধারাবাহিক খ্যাত ঝিলিক ওরফে তিথি বসু সম্প্রতি নিজের জীবনের লড়াই সামনে এনেছেন। খুব ছোট বয়সেই সংসার চালানোর দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে। নিজের মুখেই তুলে ধরলেন সবটা। 

মা ধারাবাহিক দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছিল ঝিলিক। মা হারা সেই মেয়েকে দেখে কেঁদেছিল দর্শকদের মন। তাই সকলের মনে পাকাপোক্ত জায়গা করে নেন তিথি বসু। ধারাবাহিক শেষ হওয়ার এত বছর পরও তাঁকে মনে রেখে দিয়েছে সাধারণ মানুষ। সম্প্রতি জোশ টকসে এসে নিজের জীবনের লড়াই সামনে আনেন তিথি। বাস্তব জীবনেও ঝিলিকের মতোই কাছের মানুষকে হারিয়েছেন খুব কম বয়সে! সকলের সামনে তুলে ধরেন না জানা সেই গল্প। 

তিথি জানান, তিনি যখন দশম শ্রেণীতে পড়ছিলেন তখনই তাঁর বাবা তাঁদের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। মাত্র ১৫ বছর বয়সে অভিজ্ঞতা হয়েছে সংসার ভেঙে যাওয়া চোখের সামনে প্রত্যক্ষ করার। বাবা চলে যাওয়ার যন্ত্রণা তো ছিলই, সঙ্গে ছিল আশেপাশের মানুষদের নানা ধরনের মন্তব্য। সামনেই আবার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক। সেই সময় থেকেই তাঁকে নিতে হয়েছিল সংসারের নানা দায়িত্ব। বাড়ির ইলেকট্রিক বিল মেটানো থেকে শুরু করে কী রান্না হবে, কী বাজার হবে, সবটা সামলে পড়াশোনা চালিয়েছেন ছোট্ট তিথি। 

জোশ টকসেই তিথি জানান, এমনও দিন গিয়েছে যেদিন তিনি নুন-ভাত খেয়ে স্কুলে যান। স্বামী হঠাৎ চলে যাওয়াতে ভেঙে পড়েছিল তিথির মা। আর তাই ওই বয়সে মাকেও সামলাতে হয়েছে। লড়াই চালিয়ে গিয়েছেন পরিবারের সব দারিদ্রের সঙ্গে। এই ঘটনার মাস সাতেক আগেই শেষ হয়েছিল মা সিরিয়াল। কোনওরকমে সেভিংসের টাকা দিয়ে সবটা চালিয়েছেন, সংসারের খুটিনাটি থেকে স্কুলের বা টিউশনের টাকা। 

তিথি জানান, বাবা ছিলেন না বলে কখনও ভেঙে পড়েননি তিনি। দ্বাদশ শ্রেণীতে ৯২ শতাংশ নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। আজকের তরুণী ছোট পরদার ‘ঝিলিক’ জানান, সেই সময় সকলে ভেবেছিল মা শেষ হওয়ার পর বুঝি তিথির হাতে অনেক টাকা। কিন্তু বাস্তবে সে চিত্র ছিল একেবারেই আলাদা। ঠিক উলটো। অভাব-অনটন দেখে বড় হয়েছেন। সেই সময় অনেকেই বলেছিল, এই মেয়েটার কিচ্ছুি হবে না! তবে তিথি পেরেছেন সকলের মুখ বন্ধ করে ঘুরে দাঁড়াতে। অভিনেত্রী জানান, বর্তমানে তিনি সাইকোলজিতে অনার্স পাশ করেছেন আশুতোষ কলেজ থেকে। এখন কেরিয়ারে ফোকাস করতে চান নতুন ভাবে। ঝিলিক-এর পরিচয়ের বাইরে নিজের নতুন পরিচয় বানাতে চান। 

তিথি কথার শেষে জানান, এখন তাঁর বাবা ফিরে এসেছে তাঁর আর মায়ের কাছে। তবে সেই দিনগুলোর লড়াই এখন আর ভুলতে পারেন না। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন