বড় পর্দায় মুক্তির পরে এবার ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘ম্যাডাম সেনগুপ্ত’। ছবিটি মুক্তি পায় গত ৪ জুলাই। ঋতুপর্ণা ছাড়া এই ছবিতে অভিনয় করেন কৌশিক সেন এবং রাহুল বোস।
বড় পর্দায় ছবিটি মুক্তি পাওয়ার পর সিনেমার গল্প বেশ মন কেড়েছিল দর্শকদের। এই ছবিতে যেমন দেখানো হয় ঋতুপর্ণা এবং কৌশিকের সাংসারিক অশান্তির গল্প যেমন অন্যদিকে দেখানো হয় ঋতুপর্ণার মেয়ের মৃত্যুর রহস্য। সত্যি কি একজন বাবা নিজের মেয়েকে হত্যা করেছিলেন, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য?
আরও পড়ুন: রবিনা ট্যান্ডনের আমন্ত্রণ ঋতুপর্ণাকে, নতুন কিছু কী শুরু হতে চলেছে?
আরও পড়ুন: 'আমার প্রিয় মাথাব্যথা...', অভিনব কায়দায় যশকে জন্মদিনের শুভেচ্ছা নুসরতের
২২ শে শ্রাবনে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাকে ব্যবহার করা হয়েছিল তেমন এই ছবিতে ব্যবহার করা হয়েছে সুকুমার রায়ের আবোল তাবোল কবিতাগুচ্ছের কবিতাগুলিকে। থ্রিলার সাসপেন্স গল্পের সঙ্গে সাহিত্য মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই ছবিতে।
এবার ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ছবিটি। আগামী ১৭ অক্টোবর জি ফাইভ ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে ম্যাডাম সেনগুপ্ত। বড় পর্দায় যারা এই ছবিটি মিস করেছেন, তাদের জন্য এটি অনেক বড় সুযোগ হতে চলেছে।
প্রসঙ্গত, সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবিতে ঋতুপর্ণ, কৌশিক এবং রাহুল ছাড়া অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, শান্তি লাল মুখোপাধ্যায় এবং খরাজ মুখোপাধ্যায়। বোঝাই যাচ্ছে, কত তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: 'একলা বসে থাকলেই মনে হয় বাবা...', অভিষেককে কেন মিস করেন না সাইনা?
আরও পড়ুন: ‘অনেকদিন পর’ প্রযোজনায় প্রসেনজিৎ, নতুন ছবিতে কোন গল্প বুনবেন সৌরভ?
উল্লেখ্য, ‘ম্যাডাম সেনগুপ্ত’ ছাড়াও ঋতুপর্ণা সেনগুপ্তের আরও ৩ টি ছবি মুক্তি পেয়েছে এই বছরে। ‘পুরাতন’, ‘গুডবাই মাউন্টেন’ এবং ‘বেলা’, প্রত্যেকটি সিনেমায় নিজেকে আলাদা আলাদা ভাবে মেলে ধরেছেন অভিনেত্রী। বাকি ছবিগুলি এখনও ডিজিটাল প্লাটফর্মে মুক্তি না পেলেও ঋতুপর্ণার ম্যাডাম সেনগুপ্ত ছবিটি ওটিটি প্লাটফর্মে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।