কিছুদিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে চড় মারতে দেখা গিয়েছে সোহম চক্রবর্তীকে। সেই ঘটনার পর সেই রেস্তোরাঁর মালিক গোটা ঘটনার একাধিক সিসিটিভি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এনেছেন। বয়ান দিয়েছেন গোটা ঘটনার ব্যাখ্যা করে। এমনকি নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন। পাল্টা FIR করেছেন সোহমও। এই বিষয়ে সোমবার বন্ধু সোহমের বিরোধিতা করেন দেব। এবার গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন মদন মিত্র।
সোহমের প্রসঙ্গে কী জানালেন মদন মিত্র?
মদন মিত্রের মতে যে ঘটনা ঘটেছে নিউটাউনের রেস্তোরাঁয় সেটা অন্যায়। কিন্তু তাই বলে সেটা নিয়ে এত লাফালাফি করারও কিছু নেই বলেই তিনি জানিয়েছেন। একই সঙ্গে সোহমের বিরোধিতায় তিনি রীতিমত কটাক্ষ করেছেন দেবকে। মদন মিত্র এদিন দেবকে সিনামার সাংসদ বলেও তোপ দাগেন।
দেবকে নিয়ে ঠিক কী বলেছেন মদন?
মদন এদিন দেবের উদ্দেশ্যে বলেন, 'সিনেমা না করলে কোনদিন সাংসদ হতেই পারত না। ওঁর মতো অনেক ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যাঁরা কেউই সাংসদ হতে পারেননি। তাঁকে তাই বলব এসব নোংরা রাজনীতিতে না জড়িয়ে সংসদে যান আর সিনেমা করুন।' পরিশেষে তিনি আরও বলেন, 'দেবকে আমি পছন্দ করি খুবই। কিন্তু দেবের মন্তব্যটা আসলে একটা দাদাগিরি। এটা ঠিক নয়।'
অন্যদিকে তিনি আরও জানিয়েছেন সোহমের মতো ভালো ছেলে হয় না। প্রয়োজনে টলিউডের হরলিক্স বয়কে জামিন পর্যন্ত করাবেন তিনি। তবে মদন যতই সোহমকে সমর্থন করুন নাম না অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু গোটা ঘটনার বিরোধিতা করেছেন।
আরও পড়ুন: 'যদি কেউ যোগ্য মনে করে...' দেবের দেখানো পথেই এবার বড় পর্দার পর রাজনীতিতে পা রাখছেন সৌমিতৃষা?
আরও পড়ুন: 'গায়ে গতরে খাটতে হবে, উইকেন্ডের অপেক্ষা করবেন না, আমরা উন্নত দেশ নই', পরামর্শ সাংসদ কঙ্গনার
কী ঘটেছিল সেদিন?
সোহম গত শনিবার সন্ধ্যায় গিয়ে নিউটাউন থানায় সেই রেস্তোরাঁর মালিক এবং ম্যানেজারের নামে FIR দায়ের করেন। অন্যদিকে টেকনো সিটি থানায় রেস্তোরাঁর মালিক অভিনেতার নামে FIR দায়ের করেন। প্রাথমিক ভাবে সেই রেস্তোরাঁর কর্মীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সেই বয়ান এবং অভিযোগে নাম করা হয়েছে সোহম এবং তাঁর কয়েকজন সঙ্গীদের। তবে সেই ব্যক্তি যাই বলুন অভিনেতা কিন্তু তাঁর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।