চোখে রঙিন চশমা, আর ‘ওহ লাভলি’ শুনলেই মাথায় আসে বিধায়ক মদন মিত্রের নাম। কখনই চাপ নিতে পছন্দ নয় তাঁর। সবসময়ই বিন্দাস মেজাজে দেখা যায় কামারহাটির বিধায়ককে। নাতির সঙ্গে জুটি বেঁধে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘হামি ২’-এর নতুন গান ‘নো চাপ’য়ে চুটিয়ে নাচলেন তিনি। সেই ভিডিয়োই শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়।
রবিবার মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় প্রযোজিত ছবি 'হামি ২'-এর নতুন গান, 'নো চাপ'। গানের কথা লিখেছেন ও কম্পোজ করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। গেয়েছেন ইশান দাস, রোহন দাস, ঐন্দ্রিলা সান্যাল, শর্মিষ্ঠা দেবনাথ সহ আরও বেশ কিছু শিশুশিল্পী। সম্পূর্ণ পারিবারিক এবং ছোটদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই ছবি। আরও পড়ুন: দিওয়ারের সেই আইকনিক দৃশ্যটির কথা মনে আছে? তার আগে ১৫ ঘণ্টা ঘরবন্দি ছিলেন অমিতাভ
আর এই গানের তালেই নিজের নাতিকে নিয়ে মেতে উঠলেন মদন মিত্র। ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘চাপ নিয়ে আর নেই কোনও লাভ, তাই চলো সবাই মিলে বলে উঠি ‘নো চাপ’… ও লাভলি। নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও উইনডোজকে হামির জন্য অনেক শুভেচ্ছা।’ নেটিজেনরাও বেশ পছন্দ করেছেন কামারহাটির বিধায়কের এই বিন্দাস মেজাজ। আরও পড়ুন: ডিপনেক, বডি হাগিং পোশাকে চকচক করছেন জাহ্নবী, নায়িকাকে দেখে ঘুম উড়েছে নেটিজেনদের
‘হামি’র সফলতার পর ‘হামি ২’ একেবারে নতুন পরিবার, নতুন গল্প। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শিবপ্রসাদ ও গার্গী রায়চৌধুরী। ক্রিসমাসের মরশুমে সিলভার স্ক্রিনে দর্শককে হাসাতে আসছেন লালটু-মিতালি জুটি। সেইসঙ্গে রয়েছে তিন খুদে– চিনু, ভেঁপু আর রুকসানা। এই তিন চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরী। আরও পড়ুন: দুবাইতে রাতপরী শানায়া, লুকস দেখে ঘায়েল ভক্তরা, প্রশংসা বেস্টি সুহানার
অটুট বন্ধুত্ব, স্বামী-স্ত্রীর মজাদার পারিবারিক ঝগরার মিশেল, বড় পর্দায় হামির রসদ চেটেপুটে উপভোগ করেছিল দর্শক। এবার আগামী ১৬ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পাবে ‘হামি ২’।