ঋতাভরী চক্রবর্তীর পর ইশক এফএমে নুসরতের সঙ্গে দেখা মিলবে মদন মিত্রের। একই দলের সদস্য মদন-নুসরত। একজন বিধায়ক একজন সংসদ। তবে, রাজনীতিবিদ পরিচয়ের বাইরে মদনের জনপ্রিয়তা ‘কালারফুল’ মেজাজের কারণে। কামারহাটির এই বিধায়কের ওঠাবসা টলিউডের বহু অভিনেত্রীর সাথে। আর এবার তিনি ‘লাভগিরি’ শেখালেন নুসরতকে।
বুধবার সামনে আসবে এই নতুন এপিসোড। যেখানে ব্যক্তিগত জীবন আর প্রেম নিয়ে খোশমেজাজে চর্চা করে ফেলেছেন মদন মিত্র। যিনি মনে করেন ‘কানে কানে লাভলি বললে অনেকেই খুশি হয়’। কার দিকে ইঙ্গত করলেন, নাকি বলা যায় কার কার দিকে!
নুসরতকে প্রেমের টিপস হিসেবে মদন বলেন, ‘কোনটায় তুমি ভালো থাকবে, যাকে নিয়ে থাকতে চাইছ সে কোনটা পছন্দ করবে, নিজের কাছে এই দুটো ব্যাপার যতক্ষণ না বুঝতে পারবে তুমি ভালোবাসতে পারবে না!’ সঙ্গে অকপট স্বীকারক্তি, ‘আমি দূর থেকে যেতে যেতেও বুঝতে পারি ডান দিকের ক'জন আর বাঁ দিকের ক'জন সেলফি তোলার জন্য ছটফট করছে’। আর এতেই নুসরত বলে বসেন, ‘একেবারে ফুল রোমিও’! মেনে নিয়ে মদন বলেন, ‘কিন্তু কোনও কেস নেই’!
মা হওয়ার পর অভিনয়ের পাশাপাশি ইশক এফএমে নিজের রেডিও শো ‘ইশক উইথ নুসরত’ চালু করেছেন অভিনেত্রী। যার শ্যুট মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে। হিন্দিতে এই শো-র পরিচালনা করেন করিনা কাপুর খান। তনুশ্রী চক্রবর্তী, যশ দাষশগুপ্ত, ‘বং গাই’ কিরণ দত্তকে এরপর দেখা যাবে নুসরতের সাথে।