চলতি বছরেই তরুণ কুমারের নাত-বউ হয়ে এসেছেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়।তরুণকুমারের নাতি তথা অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত জানুয়ারিতেই চার হাত এক হয়েছে তাঁর। দিন দুয়েক আগে নিজের জন্মদিন পারলেন ত্বরিতা। বলাই বাহুল্য,বিয়ের পর এটাই তাঁর প্রথম জন্মদিন ছিল। সেদিন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁদের বাড়িতে রাতে শুভেচ্ছা জানাতে গেছিলেন মদন মিত্র। তবে এই তৃণমূলের এই দাপুটে নেতাকে নাকি বাড়িতেই ঢুকতে দেননি 'বার্থডে গার্ল' এবং তাঁর স্বামী। ফেসবুক লাইভ এসে এই কথা খোদ জানিয়েছেন মদন মিত্র!
জন্মদিনের একদিন পর মদন মিত্রের সঙ্গে দেখা করেছিলেন সৌরভ ও ত্বরিতা দু'জনেই। দম্পতিকে পাশে রেখে লাইভ আসেন মদন মিত্র। ত্বরিতা তাঁর প্রিয় অভিনেত্রী, এ কথা জানানোর পাশাপাশি প্রকাশ্যেই কামারহাটির বিধায়ক বলে ওঠেন ত্বরিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গেলেও ওঁরা তাঁকে বাড়িতে ঢুকতে দেননি। 'কথায় বলে বেটার লেট দ্যান নেভার। এই মুহূর্তে বাংলায় মদন মিত্রের সবথেকে প্রিয় অভিনেত্রী ত্বরিতা। ওর কাল জন্মদিন ছিল। আমি গিয়েছিলাম, ওরা আমায় ঢুকে দেয়নি। কারণ আমি রাত আড়াইটেয় গিয়েছিলাম। তখন আমাকে কতগুলো কুকুর তাড়া করেছিল', একথা বললেও মদন মিত্রের কথায় যে মজার সুর ছিল তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হয়নি নেটিজেনদের।
এখানেই না থেমে ত্বরিতার অভিনয় দক্ষতার অকুন্ঠ প্রশংসা করে বাংলা ছবির নির্মাতাদের উদ্দেশে মদন মিত্রের আৰ্জি,'এই মুহূর্তে যত পরিচালক বা প্রযোজক আছেন, ত্বরিতার মতো মেয়েদের এগিয়ে আনুন।' ওই লাইভে এই জনপ্রিয় তৃণমূল নেতা আরও বলেন,' ‘রানি রাসমণি’ এমনি এগোয়নি, ত্বরিতার কন্ট্রিবিউশন রয়েছে। ত্বরিতা উত্তম কুমারের পরিবারের বউ। উত্তম কুমারের নাতির বউ। দেবলীনা, গৌরব সকলের সঙ্গেই আমার ভাল রিলেশন। সৌরভ, ত্বরিতা আমার পরিবারের অংশ। আমি প্রোডাকশন করলে ত্বরিতাকে প্রধান চরিত্রে নেব।'
পাশাপাশি সৌরভকেও তারিফে ভরিয়ে দিয়েছেন তাঁর 'মদন দা'।সম্মান দিয়ে তরুনকুমারের নাতিকে নিজের 'কম্পিটিটর' বলেও উল্লেখ করেছেন তিনি।'উত্তম কুমারের গানে হেমন্ত মুখোপাধ্যায়ের পর সৌরভ ছাড়া আর কেউ নয়। আমি কাউকে আমার কম্পিটিটর মনে করি না। কিন্তু সৌরভকে আমার কম্পিটিটর মনে করি!’, সাফ কথা মদনের। কথার শেষে মদন উবাচ,'আমি উত্তম কুমারের অসম্ভব অনুরাগী। কিন্তু অভিনয়ে পারদর্শীতার নিরিখে তরুণ কুমারকে এগিয়ে রাখব।'