মঙ্গলবার ৩৭ বছরে পা রাখলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউডের সুন্দরী নায়িকাদের তালিকায় প্রায় প্রথম সারিতে নাম আসে তাঁর। অভিনেত্রীর মুখের মিষ্টি হাসি, মুখ-চোখের স্নিগ্ধতা, কার্ভি ফিগারে মন হারান ভক্তরা। এবার তো অভিনেত্রীর একটা ছবিতে মন্তব্য করতে দেখা গেল তৃণমূলের নেতা-বিধায়ক মদন মিত্রকেও।
গোলাপি শাড়ির সঙ্গে ছোট টিপ, লিপস্টিক পরে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর এমন রূপে ঘায়েল হয়েছে নেটপাড়া। আর দেখা যায় টলি-নায়িকার সেই পোস্টে মন্তব্য করেছেন তৃণমূলের নেতা-বিধায়ক মদন মিত্র। তিনি লেখেন, ‘হাই! পুজো তো আসছে!’ আর তাতে জবাব দিয়ে শ্রাবন্তী লেখেন, ‘হ্যাঁ দাদা’। সঙ্গে হার্ট অন আই ইমোটিকন।
মদন মিত্রের সঙ্গে শ্রাবন্তীর ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। এমনকী, অভিনেত্রীর বাড়ির এক পুজোতেও গিয়েছিলেন মদন। এমনকী, বছর দুয়েক আগে শ্রাবন্তীর ভয় পেয় না ছবির প্রচারেও অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে। এমনকী, ২০২১ বিধানসভা ভোটে বিজেপির টিকিটে হেরে যাওয়ার পর যখন তিনি বিজেপি ছাড়ার ঘোষণা করেছিলেন, তখন আনন্দ প্রকাশ করে মদনকে টুইট করতে দেখা গিয়েছিল, ওহ লাভলি!
আরও পড়ুন: সুশান্তের মৃত্যুতে জলের দরে সেই ফ্ল্যাট কিনেছেন আদা? বললেন, ‘সেই ৩০০ কোটি টাকা…’
এদিকে শ্রাবন্তীকে মাঝ রাতেই শুভেচ্ছা জানান তাঁর 'দেবী চৌধুরানি' পরিচালক শুভ্রজিৎ মিত্র। এমনিতেই বর্তমানে দুজনের প্রেম নিয়ে টলিউডের অন্তরেও জল্পনা তুঙ্গে। আর তা উসকে দেয় এই পোস্ট বিশেষ করে। দুজনের একত্রে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে পরিচালকমশাই লেখেন, ‘তোমার এই বছরটা সবচেয়ে সুন্দর হোক। হ্যাপি বার্থ ডে গর্জিয়াস।’
আরও পড়ুন: মুখ বন্ধ করার চেষ্টা? আরজি কর নিয়ে পোস্ট, জনপ্রিয় রেডিও জকিকে তলব লালবাজারের
আপাতত 'দেবী চৌধুরানি'র পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এছাড়াও শুভ্রজিতের আরও একটি সিনেমা 'কালমৃগয়া'-তে তাঁর কাজ করার কথা রয়েছে। এছাড়াও শ্রাবন্তী আর জিতু কমল একসঙ্গে দুটো ছবিতে কাজ করেছেন ‘বাবুসোনা’ আর ‘আমি আমার মতো’। সেই দুটিও রয়েছে মুক্তির অপেক্ষাতেই।
ব্যক্তিগত সূত্রে, জিম প্রশিক্ষক রোশন সিং আপাতত শ্রাবন্তীর ডিভোর্সের মামলা চলছে। শোনা যায়, মাসে ৭ লাখ খোরপোশ চেয়েছেন তৃতীয় স্বামীর থেকে। আর তারপরই আদালতের দ্বারস্থ হন রোশন। আপাতত এই মামলায় স্টে অর্ডার দিয়েছে আদালত। ফলে ঝুলে আছে ডিভোর্সও।