বাংলা নিউজ > বায়োস্কোপ > Sranbanti-Madan Mitra: বিশেষ কিছু ভুলেছিলেন নাকি শ্রাবন্তী? কমেন্টে মনে করালেন তৃণমূলের ‘রঙিন ছেলে’ মদন মিত্র

Sranbanti-Madan Mitra: বিশেষ কিছু ভুলেছিলেন নাকি শ্রাবন্তী? কমেন্টে মনে করালেন তৃণমূলের ‘রঙিন ছেলে’ মদন মিত্র

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছবিতে কী মন্তব্য করলেন মদন মিত্র?

গোলাপি শাড়ির সঙ্গে ছোট টিপ, লিপস্টিক পরে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর এমন রূপে ঘায়েল হয়েছে নেটপাড়া। আর দেখা যায় টলি-নায়িকার সেই পোস্টে মন্তব্য করেছেন তৃণমূলের নেতা-বিধায়ক মদন মিত্র।

মঙ্গলবার ৩৭ বছরে পা রাখলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউডের সুন্দরী নায়িকাদের তালিকায় প্রায় প্রথম সারিতে নাম আসে তাঁর। অভিনেত্রীর মুখের মিষ্টি হাসি, মুখ-চোখের স্নিগ্ধতা, কার্ভি ফিগারে মন হারান ভক্তরা। এবার তো অভিনেত্রীর একটা ছবিতে মন্তব্য করতে দেখা গেল তৃণমূলের নেতা-বিধায়ক মদন মিত্রকেও।

গোলাপি শাড়ির সঙ্গে ছোট টিপ, লিপস্টিক পরে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর এমন রূপে ঘায়েল হয়েছে নেটপাড়া। আর দেখা যায় টলি-নায়িকার সেই পোস্টে মন্তব্য করেছেন তৃণমূলের নেতা-বিধায়ক মদন মিত্র। তিনি লেখেন, ‘হাই! পুজো তো আসছে!’ আর তাতে জবাব দিয়ে শ্রাবন্তী লেখেন, ‘হ্যাঁ দাদা’। সঙ্গে হার্ট অন আই ইমোটিকন।

আরও পড়ুন: ‘সমস্যাটা কোথায় জানেন, আরজি করের ঘটনা নিয়ে আমরা সবাই প্রতিবাদ করছি…’, আরজি কর-কাণ্ডে মুখ খুললেন বং গাই

শ্রাবন্তীর পোস্টে মদন মিত্রের কমেন্ট।
শ্রাবন্তীর পোস্টে মদন মিত্রের কমেন্ট।

মদন মিত্রের সঙ্গে শ্রাবন্তীর ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। এমনকী, অভিনেত্রীর বাড়ির এক পুজোতেও গিয়েছিলেন মদন। এমনকী, বছর দুয়েক আগে শ্রাবন্তীর ভয় পেয় না ছবির প্রচারেও অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে। এমনকী, ২০২১ বিধানসভা ভোটে বিজেপির টিকিটে হেরে যাওয়ার পর যখন তিনি বিজেপি ছাড়ার ঘোষণা করেছিলেন, তখন আনন্দ প্রকাশ করে মদনকে টুইট করতে দেখা গিয়েছিল, ওহ লাভলি! 

আরও পড়ুন: সুশান্তের মৃত্যুতে জলের দরে সেই ফ্ল্যাট কিনেছেন আদা? বললেন, ‘সেই ৩০০ কোটি টাকা…’

এদিকে শ্রাবন্তীকে মাঝ রাতেই শুভেচ্ছা জানান তাঁর 'দেবী চৌধুরানি' পরিচালক শুভ্রজিৎ মিত্র। এমনিতেই বর্তমানে দুজনের প্রেম নিয়ে টলিউডের অন্তরেও জল্পনা তুঙ্গে। আর তা উসকে দেয় এই পোস্ট বিশেষ করে। দুজনের একত্রে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে পরিচালকমশাই লেখেন, ‘তোমার এই বছরটা সবচেয়ে সুন্দর হোক। হ্যাপি বার্থ ডে গর্জিয়াস।’

আরও পড়ুন: মুখ বন্ধ করার চেষ্টা? আরজি কর নিয়ে পোস্ট, জনপ্রিয় রেডিও জকিকে তলব লালবাজারের

আপাতত 'দেবী চৌধুরানি'র পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এছাড়াও শুভ্রজিতের আরও একটি সিনেমা 'কালমৃগয়া'-তে তাঁর কাজ করার কথা রয়েছে। এছাড়াও শ্রাবন্তী আর জিতু কমল একসঙ্গে দুটো ছবিতে কাজ করেছেন ‘বাবুসোনা’ আর ‘আমি আমার মতো’। সেই দুটিও রয়েছে মুক্তির অপেক্ষাতেই। 

ব্যক্তিগত সূত্রে, জিম প্রশিক্ষক রোশন সিং আপাতত শ্রাবন্তীর ডিভোর্সের মামলা চলছে। শোনা যায়, মাসে ৭ লাখ খোরপোশ চেয়েছেন তৃতীয় স্বামীর থেকে। আর তারপরই আদালতের দ্বারস্থ হন রোশন। আপাতত এই মামলায় স্টে অর্ডার দিয়েছে আদালত। ফলে ঝুলে আছে ডিভোর্সও। 

বায়োস্কোপ খবর

Latest News

কাল ঘুড়ি ওড়ানোর দিন, বিশ্বকর্মা পুজোর সঙ্গে এই দিনটি জুড়ে গেল কীভাবে ইঁদুরের নাম ‘শতরূপ’ রাখলেন কুণাল, খাঁচাবন্দী খোরগোশকে ‘কুণাল’ বলে ডাকলেন শতরূপ ভারতে এসে ফেসবুকে ভারত ভাগের হুমকি, ঘাড় ধরে বাংলাদেশিকে ফেরত পাঠাল মোদী সরকার মৌসুমীকে আক্রমণ কুণাল-দেবাংশুর, তথাগত লিখলেন, ‘পার্থক্য কোথায় রগড়ে দেব পার্টি..' সাউন্ডটা কমাবে? গণেশ পুজোয় তারস্বরে গান, সহ্য করতে না পেরে নিজেকে শেষ করলেন রোগী এবার টালা থানার ওসির স্ত্রীকে তলব করল সিবিআই, আজ দুপুরেই জিজ্ঞাসাবাদ শুরু ভালবাসায় মোড়া হৃদয়! চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে অদিতি-সিদ্ধার্থ, সাজে অপরূপ বর-কনে ভাদ্রে বিশ্বকর্মাপুজো ২০২৪র আবহে সংক্রান্তির তিথি দেখে নিন ‘এরপরও বলবেন মুখ্যমন্ত্রী আলোচনা নিয়ে…’ কালীঘাট-বৈঠক নিয়ে ভিডিয়ো পোস্ট TMC নেতার ICU-তে ভর্তি সৌদি আরবের জাতীয় দলের ফুটবলার! অ্যাপার্টমেন্টে থেকে পড়ে আহত ফাহাদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.