এবার মিউজিক ভিডিয়োয় মাধবী মুখোপাধ্যায়! বাংলা ছবির স্বর্ণযুগের এই তারকাকে দেখা যাবে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়-এর নতুন কাশ্মীরি মিউজিক ভিডিয়োয়। এর আগে এনা সাহা প্রযোজিত ‘লিলি ডোন্ট বি সিলি’ মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছিল বাংলা ছবির স্বর্ণযুগের আরও এক অভিনেত্রী লিলি চক্রবর্তীকেও। তা কী করে এমনটা সম্ভব হল? এই প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাস্বর জানিয়েছেন যে এই মিউজিক ভিডিয়োর প্রথম দিকের কিছুটা অংশ কলকাতায় শ্যুট হলেও পরের দিকের অংশের শ্যুটিংয়ের জন্য তাঁরা কাশ্মীরে গিয়েছিলেন। তবে এরপরেও আরও এক দফা শ্যুট ছিল যা কলকাতায় সারার কথা।ভাস্বর বলেছেন, ' বাকিটা কলকাতায় শ্যুটের আগে মনে হয়েছিল, মাধবী আন্টি থাকলে এর জৌলুস হাজার গুণ বাড়বে।'
এই ভাবনা থেকেই সত্যজিৎ রায়ের 'চারুলতা'-র নায়িকার সঙ্গে যোগাযোগ করেন এই গায়ক-অভিনেতা। পুরো বিষয়টি মাধবীকে জানিয়ে তিনি বলেন যে যদি তিনি মাধবীর বাড়িতেই তাঁর সেই অংশের শ্যুট করেন, তাহলে কেমন হয়? সব শুনে ফোনে মাধবী তাঁকে জানান, অন্যদের তিনি অনুমতি দিচ্ছেন না এখনও। তবে ভাস্বরের জন্য তাঁর বাড়ির দরজা সব সময়ে খোলা। এরপরেই সেখানে শ্যুটিং সারা হয়।

তা এই মিউজিক ভিডিওতে দর্শক কেমনভাবে দেখতে পাবেন 'চারু'-কে? সেই প্রশ্নের জবাবে ভাস্বর জানিয়েছেন যে মাধবী মুখোপাধ্যায় এখানে বধূর প্রতিনিধি। যিনি বয়সে প্রবীণ হয়েও মনে মনে এখনও সলাজ নববধূ। লাল-সাদা সিল্কের শাড়ি পরেই মিউজিক ভিডিয়োর শ্যুট সেরেছেন তিনি। এই মিউজিক ভিডিয়োতে কাজ করার প্রসঙ্গে মাধবী জানান তাঁর বেশ লেগেছে ভাস্বরের সঙ্গে কাজ করে। তবে কি ভবিষ্যতেও তাঁকে এমন আরও মিউজিক ভিডিয়োতে দেখা যেতে পারে? 'চারু' জানিয়েছেন, ভাস্বরের সঙ্গে অবশ্যই করবেন তবে অন্য কেউ প্রস্তাব দিলে তখন ভেবে দেখবেন।