প্রিয়াঙ্কা চোপড়াকে কে না চেনে! ভারতের কাছে তিনি দেশি গার্ল। তবে না, তিনি খালি বলিউডে নিজেকে আবদ্ধ রাখেননি। হলিউডেও দাপিয়ে কাজ করছেন। মডেলিং থেকে অভিনয় সর্বত্রই পেয়েছে দুর্দান্ত সাফল্য। আর তাঁর সেই সাফল্যের ক্ষতিপূরণ দিচ্ছেন তাঁর ভাই সিদ্ধার্থ? সম্প্রতি এমনটাই জানালেন তাঁদের মা মধু চোপড়া।
প্রিয়াঙ্কা এবং তাঁর ভাইকে নিয়ে কী জানালেন মধু চোপড়া?
প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া সম্প্রতি ইউটিউব চ্যানেল সামথিং বিগার শোতে অতিথি হয়ে এসেছিলেন। সেখানেই তিনি জানালেন প্রিয়াঙ্কার কেরিয়ারের লক্ষ্য পূরণ করতে গিয়ে তিনি কী কী আত্মত্যাগ করেছেন। সেই বিষয়েই কথা বলতে গিয়ে মধু চোপড়া জানান মেয়ের সাফল্যের দিকে ফোকাস রাখতে গিয়ে তাঁর ছেলে সিদ্ধার্থ চোপড়া মাকে সেই অর্থে পায়নি কখনই তাঁর বড় হওয়ার সময়। বলা ভালো কৈশোরে। মাকে ছাড়াই সেই সময়ে এক প্রকার বড় হয়েছে সে।
মধু চোপড়া এদিন এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'প্রিয়াঙ্কার সাফল্যের ক্ষতিপূরণ হল সিদ্ধার্থ। কারণ ওদের বাবা (অশোক চোপড়া) তখন কাজ করতেন। আমি মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতাম। ওর সঙ্গে সব জায়গায় যেতাম। ও (সিদ্ধার্থ) নিজের মতো করে বড় হয়েছে। সেই সময়টা ও কিশোর ছিল। আমার মনে হয় আমার কাছে ও ক্ষতিপূরণ।'
মধু চোপড়া এদিন আরও বলেন, 'আমি ওকে এখনও রোজ স্ট্রাগল করতে দেখি। আমার মনে হয় ঠিক আছে ঈশ্বর তোমায় আশীর্বাদ করেছেন, দেখো ধীরে ধীরে কী হয়। ঈশ্বর কী রেখেছেন তোমার জন্য। আমি তো সবসময় আশীর্বাদ করি।'
এদিন মধু চোপড়া পরিশেষে বলতে ভোলেননি যে তিনি দুটো দুর্দান্ত সন্তানের মা। প্রিয়াঙ্কা চোপড়ার মায়ের কথায়, 'আমার দুটো দুর্দান্ত বাচ্চা আছে যারা আমায় ভালোবাসে, খেয়াল রাখে।' তিনি এদিন এও জানান দিদি প্রিয়াঙ্কা যতই সাফল্যের শিখরে পৌঁছন না কেন ভাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক দারুণ ভালো। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেও অবশ্য সেটা টের পাওয়া যায়। মাঝে মধ্যেই তাঁদের একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা যায়। সেটার ছবিও পোস্ট করতে ভোলেন না তাঁরা।
প্রসঙ্গত চলতি বছর সিদ্ধার্থ চোপড়া সাতপাকে বাঁধা পড়েছে। অগস্ট মাসে নীলম উপাধ্যায়কে বিয়ে করেছেন তিনি। ভাইয়ের বিয়েতে স্বামী নিক, মেয়ে মালতিকে নিয়ে হাজির ছিলেন প্রিয়াঙ্কা।