চলতি বছরই মধুবনী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেছিলেন, তিনি এবং রাজা দুজনে মিলে একটি ব্যাগের ব্যবসা শুরু করতে চলেছেন। প্রতিবারের মতো ব্যবসা শুরু করার কথা ঘোষণা করতেই কটাক্ষের মুখে পড়তে হয় এই তারকা জুটিকে।
যদিও এই প্রথমবার নয়, চুলের রঙ থেকে শুরু করে সন্তান প্রতিপালন, সবকিছু নিয়েই বারবার কটাক্ষের সম্মুখীন হন মধুবনী। যদিও তাতে তিনি বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ। তবুও মাঝেমধ্যে কিছু কিছু মন্তব্যের উপযুক্ত জবাব দিতেও কিছু পা হন না তিনি। ঠিক যেভাবে ব্যবসা নিয়ে নেতিবাচক মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: রবিনা ট্যান্ডনের আমন্ত্রণ ঋতুপর্ণাকে, নতুন কিছু কী শুরু হতে চলেছে?
আরও পড়ুন: 'আমার প্রিয় মাথাব্যথা...', অভিনব কায়দায় যশকে জন্মদিনের শুভেচ্ছা নুসরতের
অভিনেত্রী একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ধীরে ধীরে যেন বন্ধুরা শত্রু হয়ে যাচ্ছে আর শত্রুরা আরও বেশি শত্রু হয়ে যাচ্ছে! ব্যাগের ব্যবসা শুরু করলাম তখনও অনেকে বললেন ব্যাগ বেচতে হচ্ছে! আরে বাবা ব্যাগ বিক্রি করছি শ্বশুর বাবা ঠাকুরদার ভিটে তো বিক্রি করে দিচ্ছি না।’
ভবিষ্যৎ প্রজন্মের কথা উল্লেখ করতে গিয়ে অভিনেত্রী লেখেন, ‘ভবিষ্যতে যাতে আমাদের আগামী প্রজন্মকে কোনও সমস্যাই না পড়তে হয় তার জন্য আমরা পরিশ্রম করছি। অনেকেই ব্যবসা করতে পছন্দ করেন না। কিন্তু সেটা আলাদা ব্যাপার। আমি দেখেছি আমার ব্যাগ বেশিরভাগ মানুষ কেনেন মারওয়ারি বা গুজরাটি, বাঙালিরা কেনেন না।’
নতুন বাড়ি কিনতে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অভিনেত্রী লেখেন, ‘বেশ কিছুদিন ধরে আমরা বাড়ি দেখছিলাম। বাড়ি কেনার শখ হয়েছিল বলে। কিন্তু একটা ব্যাপার দেখে ভীষণ অবাক হলাম, যারা বাড়ি বিক্রি করছেন তাদের প্রায় একশ শতাংশ বাঙালি। বোঝাই যাচ্ছে, সৎ পথে উপার্জন করাটা গর্বের বিষয় নয় বরং বাপ ঠাকুরদার বাড়ি বিক্রি করে দেওয়াটাই গর্বের!’
আরও পড়ুন: 'একলা বসে থাকলেই মনে হয় বাবা...', অভিষেককে কেন মিস করেন না সাইনা?
আরও পড়ুন: ‘অনেকদিন পর’ প্রযোজনায় প্রসেনজিৎ, নতুন ছবিতে কোন গল্প বুনবেন সৌরভ?
প্রসঙ্গত, রাজা গোস্বামী বর্তমানে অভিনয় করছেন ‘চিরসখা’ ধারাবাহিকে। ওই একই ধারাবাহিকে কিছুদিনের জন্য একটি উকিলের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল মধুবনীকে। যদিও সেই সময়ও ব্যাপক ট্রোলের সম্মুখীন হন তিনি।