বাংলা নিউজ > বায়োস্কোপ > ১০৪ জ্বরে মধুবনীকে জলপট্টি দিয়েছে রাজা, 'ইসমার্ট জোড়ি'র গল্প শুনে ট্রোলের বন্যা

১০৪ জ্বরে মধুবনীকে জলপট্টি দিয়েছে রাজা, 'ইসমার্ট জোড়ি'র গল্প শুনে ট্রোলের বন্যা

ইসমার্ট জোড়ি

রাজা ও মধুবনীর মন পাগল করা ভালবাসার গল্প শুনে নেটমাধ্যমে ট্রোলের বন্যা।

২৬ মার্চ থেকে স্টার জলসায় শুরু হচ্ছে নতুন রিয়ালিটি শো ‘ইসমার্ট জোড়ি’। সঞ্চালনায় জিৎ। ছোট পর্দার নন-ফিকশন শো-তে দেখা মিলবে অভিনেতাকে। জিতের নতুন শো-তে দেখা যাবে দশ তারকা জুটিকে। সেখানেই দেখা যাবে টেলি পর্দার অন্যতম জনপ্রিয় জুটি রাজা-মধুবনীকে।

চ্যানেলের তরফে প্রকাশ্য়ে এসেছে রাজা-মধুবনীর নতুন প্রোমো। সেখানে তারকা দম্পতির সঙ্গে আড্ডায় মেতে উঠতে দেখা গিয়েছে জিৎ-এর সঙ্গে। নিজেদের পাগল করা ভালবাসার গল্প দর্শকের সঙ্গে ভাগ করে নিয়েছেন দম্পতি। মঞ্চে নিজেদের ভালোবাসার গল্প শোনাতে গিয়ে মধুবনী বলেন, রাতে ছেলে বাদশাকে খাইয়ে শোওয়াতে গিয়ে দেখেন তাঁর ১০৪ জ্বর। চিকিৎসক জানিয়েছিলেন, জ্বর নামাতেই হবে। এরপর রাজা তাঁর মাথায় জলপট্টি দিয়েছে।

অভিনেত্রীর কথায়, ‘ছোটবেলায় জ্বর হলে মা যেমন করে দিত, ও আমার জন্য তেমনই করেছে।’ স্ত্রীর পাশে দাঁড়িয়ে রাজার চোখ ছলছল। এরপরই স্ত্রী মধুবনীকে আগলে রাখতে দেখা গিয়েছে রাজাকে।

যদিও রাজা-মধুবনীর ভালোবাসার গল্প শুনে নেটমাধ্যমে ট্রোলের বন্যা। প্রোমোর কমেন্ট বক্সে এক নেটিজেনের মন্তব্য, ‘একটা মানুষের ১০৪ জ্বর হলে জলপট্টি দেবে না? এটা এমন কী বড় ব্যাপার! স্বামী স্ত্রী-এর সেবা করবে না তো কী বাইরে থেকে লোক এসে কে করবে?' অপর একজনের মন্তব্য, ‘নিজের স্বামী দেখাশুনা করবেনা তো আর কে করবে পাড়া-প্রতিবেশীরা, যত রকম নাটক এদের।’ কেউ লিখেছেন, ‘আমার স্বামী তো সব সময়ই করে। আমার দায়িত্ব আর আমার বাচ্চার দায়িত্ব তো আমার স্বামীরই। তো এটা তো সব স্বামীই করে।’

 

বন্ধ করুন