বিগত কয়েকমাস ধরে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলে রাজা ও মধুবনী গোস্বামী। স্বামী আর স্ত্রী দুজনেই অভিনয়ের কেরিয়ারের পাশাপাশি, একাধিক ব্যবসা খুলেছেন। বহু বছরের পুরনো পার্লার তো ছিলই, এখন স্বামী ও স্ত্রী মিলে শুরু করেছেন ব্যাগের ব্যবসা। এদিকে নেটপাড়ার দাবি, ‘বাজে প্রোডাক্ট চড়া দামে বিক্রি হচ্ছে’। অবশ্য ট্রোলের জবাব দিতেও পিছু পা হচ্ছেন না মধুবনী ও রাজা।
এক সাক্ষাৎকারে মধুবনীকে বলতে শোনা যায়, ‘আমি আর রাজা আলোচনা করছিলাম বাঙালিরা এই করেই গরীব থেকে গেল। কারও ভালো সহ্য করতে পারে না। আমাদের মতো ব্যাগ হয়তো দ্বিগুণ দামে কোনো অবাঙালির থেকে কিনবে। এদিকে আমাদের ভিডিয়োয় এসে খারাপ মন্তব্য করবে।’
অবশ্য এই ট্রোলে যে ‘ভিউ’ আর ‘টাকা’ বাড়ছে তা একবাক্যে জানিয়ে দিয়েছেন রাজা-মধুবনী। কদিন আগে তাঁরা জানান, তাঁদের ট্রোল করলেই ফেসবুকে বাড়ছে ‘ভিউ’। একটি ‘রিল’ থেকেই তাঁরা উপার্জন করেছেন প্রায় ৩৮ হাজার টাকা।
এর আগেও মধুবনী নিয়ে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। তা সে হাতে শাঁখা-পলা পরা হোক বা সন্তানকে বাড়িতে রেখে একজন মায়ের কাজ করা। প্রথমদিকে ট্রোলের নিশানায় শুধু মধুবনী থাকলেও, এখন বউয়ের পাশে দাঁড়িয়ে নিশানায় এসেছেন রাজা। আর পুজোর মাসখানেক আগে এই ব্যাগের ব্যবসা শুরু করার পর থেকে, তা মারাত্মক আকার ধারণ করেছে।
অভিনেত্রী হিসেবে মধুবনী এখন লম্বা ব্রেকে। সেভাবে ক্যামেরার সামনে ফেরেননি টুকটাক কাজ ছাড়া। চিরসখা-য় মহিলা উকিলের চরিত্রে কাজ করেছিলেন কয়েকদিন। তবে অভিনয়ে না ফিরলেও, সালোঁর ব্যবসা, ভ্লগিং, ছেলেকে বড় করায় ব্যস্ত রয়েছেন।