বাংলা নিউজ > বায়োস্কোপ > Raja-Madhubani: মেলায় গিয়েছিলেন রাজা-মধুবনী, পুরনো ভিডিয়ো সামনে আসতেই কী নিয়ে হইচই

Raja-Madhubani: মেলায় গিয়েছিলেন রাজা-মধুবনী, পুরনো ভিডিয়ো সামনে আসতেই কী নিয়ে হইচই

মেলায় ছেলে কেশবকে নিয়ে মধুবনী

Raja-Madhubani: মেলায় হস্তশিল্প এবং নানা ছোট ছোট দোকান ঘুরে শপিং করছেন রাজা-মধুবনী। দেখনদারির দুনিয়ায় গায়ে তারকা তকমা সেঁটে থাকার পরও, চাকচিক্যের দুনিয়ায় বাইরে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই তাঁদের জীবনযাপন দেখে প্রশংসা নেটিজেনের।

ছেলে কেশবের জন্মের পর থেকে টেলি পর্দা থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। তবে নিত্যদিন ইউটিউবে স্বামী রাজার সঙ্গে তাঁদের নিজস্ব ভ্লগে দেখা মিলছে অভিনেত্রীর। সাধারণ জীবনধারার ছোট ছোট নানা দিকগুলি ভাগ করে নেন এই টেলি তারকা দম্পতি।

ইউটিউব চ্যানেল ‘রাজা মধুবনী’-তে সারাদিনের ব্যস্ত জীবনের নানান মুহূর্ত নিয়ে হাজির হন এই জুটি। সম্প্রতি নেটমাধ্যমে দম্পতির একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। দম্পতি জামাইষষ্ঠীর শপিং করতে পৌঁছে গিয়েছেন একটি মেলায়। হস্তশিল্প এবং নানা ছোট ছোট দোকান ঘুরে শপিং করছেন তাঁরা। তাঁদের এই ভিডিয়ো দেখে নেটমাধ্যমে প্রশংসার বন্যা। টেলি তারকা হয়েও এমন সাধারণ মানুষের মতো তাঁদের এই জীবনযাপন মন ছুঁয়েছে অনুরাগীদের। অনেকেই কমেন্ট বক্সে অনেকেই ভালোবাসা জানিয়েছেন রাজা-মধুবনীকে। আরও পড়ুন: ‘মিঠাই’-এর পর নতুন ধারাবাহিকে বিদীপ্তা চক্রবর্তী, আসছে কালার্স বাংলাতে

দেখনদারির দুনিয়ায় গায়ে তারকা তকমা সেঁটে থাকার পরও, চাকচিক্যের দুনিয়ায় বাইরে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন অভিনেতা রাজা এবং মধুবনী। তাঁদের ইউটিউব ভ্লগেও উঠে আসে নিত্য দিনের ঝলক। অভিনয় থেকে দূরে থাকলেও মধুবনী কিন্তু স্বাবলম্বী। তাঁর নিজস্ব স্যালোঁ রয়েছে। আরও পড়ুন: টলিউডে কাঠি করার লোকের অভাব নেই, মুখ খুললেন বনি সেনগুপ্ত

ছোটপর্দায় রাজা, মধুবনী দুজনেই বেশ জনপ্রিয়। দীর্ঘ ১১ বছরের সম্পর্ক বাংলা টেলিভিশনের অন্যতম মিষ্টি জুটি রাজা-মধুবনীর। ভালোবাসা ডট কমের সেটে শুরু এই প্রেমের গল্প। এরপর ২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। ২০২০ সালের এপ্রিল মাসে রাজা মধুবনীর কোল আলো করে আসে পুত্র কেশব। স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’তে দর্শকের পছন্দের জুটির খেতাব জিতেছেন তাঁরা।

বন্ধ করুন