বাংলা নিউজ > বায়োস্কোপ > Raja-Madhubani: ছেলের বয়স সবে দেড় বছর, আবার মা হচ্ছেন মধুবনী? বেবিবাম্পের ছবি দেখিয়ে চমক দিলেন

Raja-Madhubani: ছেলের বয়স সবে দেড় বছর, আবার মা হচ্ছেন মধুবনী? বেবিবাম্পের ছবি দেখিয়ে চমক দিলেন

দ্বিতীয়বার মা হতে চলেছেন মধুবনী?

সোশ্যাল মিডিয়ায় বেবিবাম্পের ছবি শেয়ার করলেন মধুবনী গোস্বামী। আর তারপর থেকেই শুভেচ্ছার বন্যা। কেউ কেউ তো আবার দ্বিতীয় সন্তান এত জলদি নেওয়ার জন্য কটাক্ষ করতেও ছাড়লেন না। 

সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় রাজা আর মধুবনীর জুটি। ভালোবাসা ডট কমের সেটে যে প্রেমের সূত্রপাত হয়েছিল তা পরিণতি পায় ২০১৬ সালে। ১১ বছর প্রেম করার পর বিয়ে করেন তাঁরা। এরপর ২০২১ সালের এপ্রিল জন্ম হয় তাঁদের ছেলে কেশবের। এখন যার বয়স দেড় বছর। তবে এরমধ্যেই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করলেন নাকি অভিনেত্রী?

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দিয়েছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে বাড়ির ছাদে তিনি আর রাজা। সাদা টি-শার্ট পরে নিজেই তুলেছেন সেলফিটা। বেবিবাম্পের উপরে রেখেছেন হাত। আর এই ছবি নিমেষেই ভাইরাল। এক নেট-নাগরিক মন্তব্য করলেন, ‘আবার?’ অন্যজনের মন্তব্য, ‘এত তাড়া কিসের? কটা বছর তো অপেক্ষা করে যেতে পারতে!’ আরেকজন আবার শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আশা করি এবার তোমার মেয়ে হবে। তাহলেই হাম দো আর হামারে দো। শুভেচ্ছা তোমাকে আর রাজাকে।’

যদিও ভুলেও ভাববেন না মধুবনী মা হতে চলেছেন। আসলে এটা থ্রোব্যাক ছবি, যা তিনি নিজের স্যালোঁর প্রচারের জন্য পোস্ট করেছিলেন। শুধু ক্যাপশনে বা হ্যাশট্যাগে ‘Throw Back’ কথাটা লিখতেই ভুলে গিয়েছিলেন। ফলে নেটিজেনদের প্রশ্নবাণে পড়তে হল বৈকি।

কাজের সূত্রে মধুবনীকে শেষ দেখা গিয়েছে ‘ইস্মার্ট জোড়ি’ রিয়েলিটি শো-তে। আপাতত ছেলের সঙ্গেই সময় কাটাতে চান। এত জলদি ক্যামেরার সামনে ফেরার শখও নেই কোনও। যদিও ভ্লগিং করেন রোজ। নিজের পার্লারের দেখাশোনাও করেন। রাজ এতদিন ছিল ‘খড়কুটো’-তে। আর এখন তাঁকে দেখা যাচ্ছে ‘ধুলোকণা’-তে।

 

বন্ধ করুন