মধুবনী গোস্বামী এবং রাজা গোস্বামীকে সকলে ভালোবাসা ডট কম ধারাবাহিকের ওম তোরা হিসেবেই মনে রেখেছেন। এরপর তাঁরা একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। যদিও বর্তমানে অভিনয় জগৎ থেকে অনেক দূরে অভিনেত্রী। তাঁর আপাতত গোটা জগৎ জুড়ে তাঁদের ছেলে কেশব। ছেলেকে মানুষ করা প্রসঙ্গে কী বললেন তিনি?
আরও পড়ুন: 'কারও বাপের সম্পত্তি নয়, তবে…' হাসপাতাল থেকে কেশসজ্জা শিল্পী ফিরতেই কী নিয়ে প্রশ্ন তুললেন তথাগত - ভাস্বররা
কী জানালেন মধুবনী?
রাজা এবং মধুবনীর ছেলে কেশব করোনাকালে জন্মগ্রহণ করেছে। সেই থেকে সংসার সামলে ছেলে পূর্ণ সময় দিয়ে তাঁকে মানুষ করে চলেছেন অভিনেত্রী। আর এদিন এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এক অজানা কথা প্রকাশ্যে আনলেন। জানালেন ছেলের জন্মের পর প্রায় এক মাস তাকে কোলে নেননি রাজা! মধুবনী বললেন, ' ওর জন্মের সময়ের কথা মনে পড়লেই অদ্ভুত লাগে। কেশবকে অন্য কারও কাছে রাখা তো দূর, চিকিৎসক বলেছিলেন ওর বাবাই যেন ওকে কোলে না নেয়। রাজা তখন বাইরে বের হতো কাজের জন্য। তাই আমি একাই ওকে সামলেছি।'
আরও পড়ুন: শৌচাগারের দেওয়ালের ফুটো দিয়ে নায়িকার ভিডিয়ো বানানোর চেষ্টা! অভিযুক্তের সদস্যপদ কাড়ল ফেডারেশন
আর চার পাঁচটা বাবা মায়ের মতোই ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন রাজা মধুবনীর। কিন্তু পড়াশোনা নিয়ে তিনি ছেলেকে মোটেই চাপ দিতে চান না। তাই মা হিসেবে তাঁর এটুকুই প্রত্যাশা যেন কেশব শিরদাঁড়া সোজা রেখেই সব কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারে। এই শিক্ষাই তিনি ছেলেকে দিচ্ছেন।
কিন্তু তবুও বাবা মায়েদের তো কোথাও সুপ্ত ইচ্ছে থাকে যে সন্তান এটা হোক, বা সেটা হোক। তেমন কিছু ভেবেছেন নাকি তিনি? মধুবনীর কথায়, 'আমি চাই ও ভালো মানুষ হই। আমরা ওর জন্যই এত পরিশ্রম করছি। আমরা চাই না আমরা যে সমস্যার মুখে পড়েছি ওকে পড়তে হোক।'
আরও পড়ুন: কার্যত লটারি মুম্বইয়ে কোল্ডপ্লে কনসার্টের টিকিট! রিসেলিং সাইটে বিক্রি হচ্ছে ১২ লাখ টাকায়