বাংলার ‘পাখি’ উড়ে যাবে দক্ষিণে! অন্তত টলিউডের অন্দরে কান পাতলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অভিনেত্রী মধুমিতা সরকার। টেলি পাড়ায় যিনি ‘পাখি’ হিসেবে সবথেকে বেশি জনপ্রিয়। এরপর বড় পর্দায় একাধিক কাজ। শ্যুটিং থেকে দম ফেলার সময় কোথায় তাঁর।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর, দক্ষিণী ছবিতে হাতেখড়ি চলেছে মধুমিতার। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন ওই ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় নায়ক। নতুন ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী! নতুন ভাষার সঙ্গে পরিচয় করতে হচ্ছে তাঁকে। তাই শ্যুটিংয়ের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে নতুন ভাষা শিখতে হচ্ছে তাঁকে। ছবির জন্য নাকি ইতিমধ্যেই কিছু অংশের শ্যুটিং সেরেছেন। তবে দক্ষিণী ছবিতে অভিনয় প্রসঙ্গে মুখ খোলেননি মধুমিতা।
শীঘ্রই মধুমিতাকে ‘কুলের আচার’ ছবিতে দেখা যাবে। পরিচালক সুদীপ দাসের ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন মধুমিতা সরকার ও বিক্রম চট্টোপাধ্যায়। মিঠি আর প্রীতমের প্রেমের গল্প বলবে এই ছবি। ছবিতে দাপুটে শাশুড়ির চরিত্রে দেখা যাবে ইন্দ্রাণী হালদারকে। ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে ছবির শ্যুটিং। ২০২১ দাঁড়িয়েও ভারতীয় সমাজব্যবস্থায় এই ছোট্ট বিষয়টাই কতটা জটিল, তা উঠে আসবে ‘কুলের আচার’-এ।