বাংলা নিউজ > বায়োস্কোপ > Madhumita Sarcar: ‘চেনেই না,লোকদেখানো শোকবার্তা’,পেলের বদলে অন্য ফুটবলারের ছবি! চরম ট্রোলড মধুমিতা

Madhumita Sarcar: ‘চেনেই না,লোকদেখানো শোকবার্তা’,পেলের বদলে অন্য ফুটবলারের ছবি! চরম ট্রোলড মধুমিতা

কটাক্ষের শিকার মধুমিতা সরকার

Madhumita Sarcar-Pele: পেলের মৃত্যুতে শোকপ্রকাশ করতে গিয়ে অবাক কাণ্ড ঘটালেন মধুমিতা। নেটপাড়ায় হাসির খোরাক অভিনেত্রী। 

‘নিবোর্ধ মেয়ে’! আপতত সোশ্যাল মিডিয়া এই তকমাই সেঁটে দিয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের নামের পাশে। ছোটপর্দার পাখি এদিন অবাক কাণ্ড ঘটালেন। বৃহস্পতিবার মধ্যরাতে প্রয়াত হয়েছেন 'বিশ্ব ফুটবলের সম্রাট’ পেলে। তাঁর আত্মার শান্তিকামনায় ফুটবলপ্রেমীরা। বাদ নেই সিনেজগতের তারকারাও। এর মধ্যেই অভিনেত্রী মধুমিতা সরকারের ফেসবুক পোস্ট ঘিরে চরম শোরগোল।

হালফিলের অন্যতম সোশ্যাল মিডিয়া ট্রেন্ড কেউ মারা যাক বা কারুর জন্মদিন হোক- প্রয়াত তারকার ছবি দিয়ে ফেসবুক বা ইনস্টাগ্রামে বার্তা পোস্ট করা। সেই ট্রেন্ডের জোয়ারে গা ভাসিয়েই পোস্ট করেছিলেন মধুমিতা। কিন্তু সেই পোস্ট ঘিরেই যাবতীয় বিতর্ক। কী হয়েছে?

শুরুতে মধুমিতা যে ছবিটি পোস্ট করেন সেখানে বিশ্বকাপ হাতে পেলে দাঁড়িয়ে রয়েছেন, অন্যদিকে সেই ছবির পাশেই পেলে ভেবে তিনি অন্য এক ফুটবলারের ছবি পোস্ট করে বসেন। খানিকটা পেলের মুখের সঙ্গে মিল থাকলেও সেই ব্যক্তি আদতে পেলে নন, ব্রাজিলের অন্য এক ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। পরে নিজের ভুল বুঝতে পারেন মধুমিতা। চটপট ভুল শুধরেও নেন। কিন্তু ততক্ষণে মধুমিতার পোস্টের স্ক্রিনশট ভাইরাল সোশ্যাল মিডিয়ার দৌলতে। তাই পোস্টে পরিবর্তন এনেও লাভ হয়নি। আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে মধুমিতার ওই ভুল পোস্টটি।

<p>মধুমিতার ভাইরাল পোস্ট (ডান দিকের ছবিটি পেলে নয়, ভিনিসিয়াস জুনিয়রের)</p>

মধুমিতার ভাইরাল পোস্ট (ডান দিকের ছবিটি পেলে নয়, ভিনিসিয়াস জুনিয়রের)

ভুলের খেসারত হিসাবে চরম ট্রোলিং-এর শিকার টলিপাড়ার ‘চিনি’। সঠিক পোস্ট করবার পরেও মধুমিতার পোস্টের কমেন্ট বক্স ভরে যাচ্ছে পুরোনো পোস্টের স্ক্রিনশটে। কেউ লিখছেন, ‘বোকা মেয়ে, ফুটবল কী সেটাই বোধহয় জানে না’। অপর একজন লেখেন, ‘যত্ত সব কায়দা.. কী দরকার না চিনে শোকজ্ঞাপনের।’

এখন অবশ্য ভুল শুধরে নিয়েছেন মধুমিতা, রইল তাঁর নয়া পোস্ট-

মধুমিতা অবশ্য গোটা বিষয় নিয়ে এখনও কোনওরকম প্রতিক্রিয়া দেননি। ছোটপর্দা থেকে খ্যাতির আলোয় উঠে এসেছেন মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’, ‘কুসুমদোলা’-র মতো হিট মেগার নায়িকা মধুমিতাকে এখন চেনা দায়! ভোল বদলে এখন ওটিটি প্ল্যাটফর্ম এবং বড়পর্দায় কাজ করছেন মধুমিতা। শীঘ্রই তেলুগু ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন মধুমিতা। আপতত নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘জাতিস্মর’-এর শ্যুটিং-এ ব্যস্ত তিনি।

 

বায়োস্কোপ খবর

Latest News

পুরুষদের কু-প্রস্তাব নিয়ে কথা হচ্ছে, অথচ যে মেয়েরা কাজ পেতে কম্প্রোমাইজের…: এনা চিন কি বিনিয়োগ করার অনুমতি পাবে ভারতে? অবস্থান খোলসা করলেন এস জয়শঙ্কর মইজ্জুর ভারত সফরের আগে মোদীকে অপমানসূচক মন্তব্য করা মলদ্বীপের ২ মন্ত্রীর ইস্তফা আত্মহত্যাই করেছেন অনিল, দাবি পুলিশের! মালাইকার মা বললেন 'ওর কোনও সমস্যা ছিল না…' ‘আমি পুজোয় আছি…’, বার্তা স্বস্তিকার! ট্রোলে জবাব,‘ইচ্ছে না হলে টেক্কা দেখবেন না’ মহিলা ডাক্তারকে হুমকির অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে! কোথায় ঘটল? Axis, HDFC ব্যাঙ্ককে আর্থিক জরিমানা করল RBI, কারণটা জেনে নিন 'ময়নাতদন্ত করতে দেব না'! চিকিৎসককে হুমকি রোগীর পরিবারের ‘পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন?’ নামানো হয়নি নির্দিষ্ট স্টেশনে, প্রৌঢ়ের মৃত্যুতে রেলের গাফিলতি, অভিযোগে বিক্ষোভ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.