প্রেমে পড়েছেন মধুমিতা। বিচ্ছেদের ৫ বছর পর আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। সদ্যই প্রেমিক দেবমাল্যর সঙ্গে পাহাড় ঘুরে এলেন তিনি। তারপরই কী লিখলেন সফর নিয়ে?
আরও পড়ুন: সা রে গা মা পা -এ সুস্মিতার লোকসঙ্গীত শুনে কেঁদে ফেললেন জোজো, ইমন বললেন, ‘এটা গান শিখে হয় না...’
কী ঘটেছে? কী লিখলেন মধুমিতা?
পুজোর পর পরই প্রেমিক দেবমাল্যর সঙ্গে পাহাড় বেড়াতে গিয়েছিলেন মধুমিতা সরকার। সেখান থেকে একাধিক ছবি ভিডিয়ো তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এদিন তাঁর আরও একটি ছবি রীতিমত ভাইরাল হয়ে যায়। আর সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'আমার মনে সবসময় এই একটাই ইচ্ছে ছিল যে পাহাড়ের কোলে আমার একটা সুন্দর বাড়ি হবে, সেখানে আমি আমার মনের মানুষের সঙ্গে থাকব। এটা স্বপ্ন ছিল আমার।'
প্রসঙ্গত এখন তিনি প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ঠিকই, তবে সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর কাজের ফাঁকে ফাঁকেই একা ইতিউতি বেড়াতে চলে যেতেন। পোস্ট করতেন ছবিও।
প্রসঙ্গত অনেক অল্প বয়সেই তিনি তাঁর সহকর্মী সৌরভ চক্রবর্তীর প্রেমে পড়েন এবং বিয়ে করেন। নায়িকার প্রথম সিরিয়াল সবিনয় নিবেদনের সেটে তাঁদের আলাপ হয়েছিল। সেই সম্পর্কই গড়ায় বিয়ে পর্যন্ত। কিন্তু সেই বিয়ে মোটেই সুখের হয়নি। কয়েক বছরের মধ্যেই ইতি টানেন তাঁরা তাঁদের বৈবাহিক সম্পর্কে। বিচ্ছেদের পথে হাঁটেন ২০১৮ সালে। এরপর দীর্ঘদিন সিঙ্গল ছিলেন অভিনেত্রী। মন দিয়ে চুটিয়ে কাজ করেছেন। এই বছর দুর্গাপুজোয় তিনি তাঁর নতুন প্রেমিকের সঙ্গে সকলের আলাপ করান।
আরও পড়ুন: ভারতের বন্ধু রাষ্ট্রে নিষিদ্ধ হল ভুলভুলাইয়া ৩, সিংঘম এগেন, হঠাৎ কেন এই কড়া সিদ্ধান্ত?
প্রসঙ্গত মধুমিতার নতুন প্রেমিক কিন্তু ইন্ডাস্ট্রির মানুষ। তবে তিনি কোন পেশায় আছেন সেটা খোলসা করেননি অভিনেত্রী। তবে তাঁরা যে ছোটবেলার বন্ধু এবং বহুদিন পর আবার পুনর্যোগাযোগ হতে সেটা যে প্রেমের আকার নেয় সেটা জানা গিয়েছে।