আরজি কর কাণ্ডের পর এখন চারিদিকে একটাই প্রশ্ন মহিলাদের নিরাপত্তা কোথায়? সেটা সুনিশ্চিত করার ডাক উঠেছে সর্বত্র। আর তারই মাঝে দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে বসলেন মধুমিতা সরকার। একাকি মধ্যরাতে কোথায় ঘুরে বেড়ালেন অভিনেত্রী? কী বললেন নারী নিরাপত্তা নিয়ে?
আরও পড়ুন : 'এটা কখনই সমর্থনযোগ্য নয়', যৌন হেনস্থা বন্ধ করতে কড়া পদক্ষেপ ফেডারেশনের, টলিউডে হাজির ‘সুরক্ষা বন্ধু’
কী জানালেন মধুমিতা সরকার?
মধুমিতা সরকারকে এদিন বেশ কিছু ছবি এবং ভিডিয়ো পোস্ট করে দেখা যায়। তিনি বৈদ্যনাথ ধামে গিয়েছেন। সেখানেই দেখা যায় তিনি একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন সাদা চুড়িদার পরে। তারপরই ঘুরে ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, 'এখন রাত দুটো। আর এই সময় আমি নির্জন জায়গায় একা ঘুরে বেরাচ্ছি। আমার দিকে কিন্তু কেউ ঘুরেও দেখছে না। এটাই তো চাই আমারা মেয়েরা। মানে লোকজন আছে রাস্তায়। তাঁদের উপর কোনও নিয়ে আক্রমণ করছে না। আবার যে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে তারাও কেউ তাকাচ্ছে না আমার দিকে। কত মেয়ে রাতে কাজ করে ফেরে। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে কল সেন্টার। বিভিন্ন পেশার মানুষকে রাতে রাস্তায় থাকতে হয়।' তিনি এদিন একই সঙ্গে বলেন, 'এই শারদীয়ায় আমি দুর্গা মায়ের কাছে এটুকুই চাই যেন ভারতের প্রতিটা মেয়ে এমনই সেফ ফিল করে।'
কে কী বলছেন?
অনেকেই মধুমিতার এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনি রাস্তায় দাঁড়িয়ে ভিডিয়ো করছেন তাই কেউ কাছে যাওয়ার সাহস করছে না। আর যিনি ভিডিয়ো করছেন তিনিও তো সঙ্গে আছেন। তাহলে একা হলেন কী করে?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আপনি দেওঘরে আছেন। শিব এবং শক্তি যেখানে একসঙ্গে বিরাজ করে সেখানে সবাই নিরাপদ।'
আরও পড়ুন : আরজি কর কাণ্ডের প্রভাব টলিউডেও, পিছিয়ে গেল জমালয়ে জীবন্ত ভানু - এই রাত তোমার আমার সহ কোন কোন ছবির মুক্তি?
প্রসঙ্গত মধুমিতা সরকার ১৪ অগস্ট রাতে হওয়া রাত দখল কর্মসূচিতে যোগ দিয়েছিলেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে। পথে নেমেছিলেন তাঁর সহনাগরিকদের সঙ্গে।