টলিউডের অন্যতম এলিজিবল সিঙ্গল অভিনেত্রী হলেন মধুমিতা সরকার। সৌরভ চক্রবর্তীর সঙ্গে তাঁর বিচ্ছেদের পর প্রায় ৫ বছর অতিক্রান্ত। কিন্তু এখনও অন্য কারও সঙ্গে অভিনেত্রীর নাম জড়াতে দেখা বা শোনা যায়নি। তিনি অভিনয় আর তাঁর শখ অর্থাৎ ঘুরে বেড়ানো নিয়েই আছেন। কিন্তু এরই মাঝে তাঁর অনুরাগীদের নজর কেড়েছে একটি জিনিস। অভিনেত্রী সিঁদুর পরছেন। আর সেটা নিয়েই উঠেছে একাধিক প্রশ্ন। তবে কি সৌরভের সঙ্গে মধুমিতার ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগল? নাকি নায়িকার জীবনে এসেছেন নতুন কেউ? কী ব্যাপার নিজেই খোলসা করলেন ছোট পর্দার 'পাখি'।
সিঁথির সিঁদুর প্রসঙ্গে কী জানালেন মধুমিতা?
আজকাল হামেশাই মধুমিতাকে তাঁরই পোস্ট করা নানা ছবি, ভিডিয়োতে সিঁদুর পরতে দেখা যাচ্ছে। এই তো বিশ্বকর্মার দিনও তাঁর সিঁথিতে লালের রেখা দেখা গিয়েছে। কার নামে তিনি এই সিঁদুর পরেন? এই বিষয়ে তিনি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমি সৌরভ চক্রবর্তীর নামে সিঁদুর পরছি না। এটা সবার আগেই বলে দিলাম। আমি ঈশ্বরে বিশ্বাস করি, শিবের ভক্ত আমি। তাই কোনও মন্দিরে পুজো দিতে গেলেই আমি সিঁদুর পরি।' সাধারণত বিবাহিত মহিলারাই সিঁদুর পরে থাকেন, তাও তিনি কেন সিঁদুর পরেন? এই বিষয়ে মধুমিতারr সাফ উত্তর, 'আমি কোনও প্রথা ভাঙব বলে সিঁদুর পরি না। ধর্ম এবং ঈশ্বরে বিশ্বাস করি। আমি সিঁদুরকে সম্মান করি, বিবাহিত নারীদের কেবল সিঁদুর পরা উচিত, সেটাও মানি।'
আরও পড়ুন: 'কেবল মাত্র আপনার জন্যই...' কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু-শ্রেয়ার!
প্রসঙ্গত মধুমিতা সরকারকে শেষবার সূর্য ছবিতে দেখা গিয়েছে। তাঁর বিপরীতে সেখানে বিক্রয় চট্টোপাধ্যায় ছিলেন। বর্তমানে অভিনেত্রী বিভিন্ন ধর্মীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন। পুজো দিচ্ছেন। সেখান থেকে বিভিন্ন ছবি, ভিডিয়ো তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভুলছেন না সোশ্যাল মিডিয়ায়।