বাংলা নিউজ > বায়োস্কোপ > Madhuri Dixit: গ্র্যাজুয়েট হল ছেলে, বিশেষ অনুষ্ঠানে স্বামীকে নিয়ে ছেলের পাশে গর্বিত মাধুরী

Madhuri Dixit: গ্র্যাজুয়েট হল ছেলে, বিশেষ অনুষ্ঠানে স্বামীকে নিয়ে ছেলের পাশে গর্বিত মাধুরী

ছেলের 'গ্র্যাজুয়েশন সেরিমনি'তে মাধুরী ও নেনে

ইনস্টাগ্রামে রায়ানের 'গ্র্যাজুয়েশন সেরিমনি'র ছবি ও ভিডিয়ো শেয়ার করে মাধুরী ও শ্রীরাম নেনে লিখেছেন, ‘পিতামাতার গর্বিত মুহূর্ত, নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য আমার উজ্জ্বল তারকাকে অভিনন্দন।’ প্রসঙ্গত মাধুরীর ছোট ছেলে রায়ান আমেরিকান স্কুল অফ মুম্বই থেকে স্নাতক হয়েছেন।

স্নাতক হলেন মাধুরী দীক্ষিতের ছোট ছেলে রায়ান। মুম্বইয়ে রায়ানের 'গ্র্যাজুয়েশন সেরিমনি'র ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন মাধুরীর স্বামী ডক্টর শ্রীরাম নেনে। মাধুরীর ছোট ছেলে রায়ান আমেরিকান স্কুল অফ মুম্বই থেকে স্নাতক হয়েছেন।

ইনস্টাগ্রামে রায়ানের 'গ্র্যাজুয়েশন সেরিমনি'র ছবি ও ভিডিয়ো শেয়ার করে মাধুরী ও শ্রীরাম নেনে লিখেছেন, ‘পিতামাতার গর্বিত মুহূর্ত, নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য আমার উজ্জ্বল তারকাকে অভিনন্দন।’ এমন পোস্ট থেকে অনুমান করা যায় রায়ানের রেজাল্ট মন্দ হয়নি। প্রথম ছবিতে, রায়ানকে বাড়িতে অনুষ্ঠানের জন্য প্রস্তুত হতে দেখা যায়, তাঁকে তাঁর বাড়িতে এমএফ হুসেন পেইন্টিংয়ের সামনে পোজ দিয়েছেন। দ্বিতীয়তে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে, যেখানে রায়ানকে তাঁর ডিপ্লোমা গ্রহণ করার মুহূর্তে দেখা গিয়েছে। তৃতীয় ছবিতে ডিপ্লোমা পাওয়ার পর রায়ানকে অধ্যাপকদের মাঝে দেখা গিয়েছে, আর পরের ছবিতে বাবা-মায়ের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। এই ছবিতে রয়েছেন মাধুরীর বড় ছেলে আরিন নেনেও।

গ্র্যাজুয়েশন সেরিমনির জন্য তরুণ স্নাতকের রায়ানকে একটি কমলা মালা পরে এবং একটি সবুজ গ্র্যাজুয়েশন গাউনে দেখা গিয়েছে। শ্রীরাম নেনেকে স্যুট পরে রায়ানের পাশে দাঁড়িয়ে আছে আর মাধুরী তার অন্য পাশে বড় হাসি নিয়ে দাঁড়িয়ে আছে।  দেখা যাচ্ছে, আর মাধুরী পরেছিলেন একটি সাদা প্রিন্টেড সালোয়ার। কালো শার্টে দেখা গেল মাধুরীর বড় ছেলে অরিনকে। যিনি কিনা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

মারাঠি অভিনেতা আদিনাথ কোঠারে মাধুরীর পোস্টের নিচে কমেন্ট বক্সে হাততালির ইমোজি শেয়ার করেছেন। যদিও মাধুরীর অনুরাগীরা রায়ানকে অভিনন্দন জানিয়েছেন। এক অনুরাগী লিখেছেন, ‘নতুন অ্যাডভেঞ্চারের জন্য, স্নাতক হওয়ার জন্য গর্বিত পিতামাতাদের অভিনন্দন।’ অন্য একজন লিখেছেন, ‘আরে সুদর্শন রায়ান অভিনন্দন (সঙ্গে পার্টি ফেস ইমোজি) এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’ প্রসঙ্গত,ব্যক্তিগত জীবনে গত মার্চে মা স্নেহালতা দীক্ষিতকে হারিয়েছেন মাধুরী।

বন্ধ করুন