সোশ্যাল মিডিয়ায় বর্তমানে অল আইজ অন রাফা প্রচার চলছে। ইজরায়েলের তরফে রবিবার রাফার একটি ক্যাম্পে এয়ার স্ট্রাইক চালিয়ে বহু প্যালেস্তাইনীয়দের হত্যা করা হয়েছে। তারপরই এই ক্যাম্পেইন শুরু হয়। সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই এই প্রচারে যোগ দিয়েছেন। হ্যাঁ, একাধিক বলিউড তারকারাও এই বিষয়ে পোস্ট করেছেন। বাদ যাননি ধকধক গার্ল মাধুরী দীক্ষিতও। কিন্তু সেই অল আইজ অন রাফা পোস্ট শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই তিনি সেটা ডিলিট করে দেন। ইনস্টাগ্রাম স্টোরি থেকে সেটা ডিলিট করতেই রোষের মুখে পড়লেন অভিনেত্রী। নেটনাগরিকরা কটাক্ষ করছেন তাঁকে।
কে কী লিখেছেন এই বিষয়ে?
এদিন মাধুরী দীক্ষিত ইনস্টাগ্রাম স্টোরিতে অল আইজ অন রাফা পোস্ট শেয়ার করেও ডিলিট করে দেওয়ায় বিষয়টা অনেকেরই চোখে পড়েছে। তারপরই তিনি নেটনাগরিকদের রোষের মুখে পড়েন। এদিন অভিনেত্রী গোলাপি লেহেঙ্গা পরে একটি রিল শেয়ার করেছিলেন। সেখানে এক ব্যক্তি লেখেন, 'পোস্ট করে ডিলিট করে দেওয়াটা আরও দুর্ভাগ্যজনক! খুবই হতাশ হলাম।' কেউ আবার লেখেন, 'কটাক্ষের মুখে পড়ে পোস্ট ডিলিট করলেন নাকি?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'মাধুরী তাঁর প্রোপাগান্ডা স্টোরি ডিলিট করতে বাধ্য হলেন।'
আরও পড়ুন: শাহরুখকে ছাপিয়ে এক নম্বরে দীপিকা! কীসের নিরিখে 'কিং'কে টপকে গেলেন রণবীর ঘরণী?
আরও পড়ুন: শুভর কণ্ঠে রফির গানে মেতে উঠল সুপারস্টার সিঙ্গারের মঞ্চ, মুগ্ধ নেহা সহ মেন্টররা কী করলেন?
এই অল আইজ অন রাফা বিষয়টা কী?
ইজরায়েলের করা সাম্প্রতিক এয়ার স্ট্রাইকের কারণে প্রায় ৪০ জন প্যালেস্তাইনীয়র প্রাণ গেল। তাঁদের মধ্যে বহু শিশু ছিল। গাজার রাফার একটি শিবিরে রবিবার এই এয়ার স্ট্রাইক করা হয়েছিল। এরপর একাধিক দেশে, একাধিক মানবাধিকার সংগঠনের তরফে গোটা ঘটনার বিরোধিতা করা হয়েছে।
আরও পড়ুন: আবারও কি হৃতিকের সঙ্গে কাজ করবেন? জল্পনা বাড়িয়ে আমিশা বললেন, 'বক্স অফিস যখন ৬০ কোটির বেশি...'
কারা কারা এই বিষয়ে পোস্টে করেছেন?
মাধুরী দীক্ষিত ছাড়াও বলিউডের একাধিক তারকারা এই বিষয়ে পোস্ট করেছেন। এঁরা হলেন প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, সামান্থা রুথ প্রভু, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, দিয়া মির্জা, দুলকর সলমন, কঙ্কনা সেন শর্মা, ইলিয়ানা ডিক্রুজ, নোরা ফতেহি, প্রমুখ।