মাধুরী, শাহরুখ, করিশ্মার 'দিল তো পাগল হ্যায়' মুক্তি পেয়েছিল ১৯৯৭-এ। ছবির একটি মিউজিক ট্র্যাকে একযোগে নাচতে দেখা গিয়েছিল পূজা (মাধুরী) ও নিশা(করিশ্মা)কে। যে মিউজিক ট্র্যাকটি ছবির জন্য তৈরি করেছিলেন উত্তম সিং। আর ওই ট্র্যাকটির নাম দেওয়া হয়েছিল Dance of Envy। মূলত নাচ ও মিউজিককে ভিত্তি করেই তৈরি হয়েছিল এই ছবি। ছবিতে নায়ক শাহরুখকে নিয়ে পূজা ও নিশার মধ্যে প্রচ্ছন্ন শত্রুতা এবং লড়াই দেখা যায়। এবার আরও একবার ফিরে এল সেই মাধুরী-করিশ্মার নাচের রসায়ন।
নাহ সিনেমার পর্দায় নয়, ব্যক্তিগত বন্ধুত্বে। সম্প্রতি 'বলম পিচকারি' গানের তালে একসঙ্গে কোমর দোলাতে দেখা গেল করিশ্মা ও মাধুরীকে। করিশ্মা নিজেই ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করেছেন। যার ক্যাপশান দিয়েছেন 'ডান্স অফ ফ্রেন্ডশিপ'। হ্য়াশট্যাগে DTPH, Dance Partner, Forever শব্দগুলি দিয়েছেন।
আরও পড়ুন-শাড়ি খোলা চলবে না, চুমু খাবো না, ‘টিপ টিপ বরসা পানি’ নিয়ে শর্ত চাপান রবিনা
আরও পড়ুন-'কাঁচা বাদাম বানানোর ট্যালেন্ট আমার নেই', মজার ছলে বাদাম কাকুকে খোঁচা অঙ্কিত তিওয়ারির
করিশ্মার এই পোস্টের নিচে কমেন্ট বক্স বোন করিনা লিখেছেন, ‘দ্য ওজি সুপারস্টার’, ভূমি পেডনেকর লিখেছেন, ‘আইকনস’। ভিডিয়োর নিচে কমেন্ট করেছেন বহু অনুরাগী। কেউ লিখছেন, ‘এখানে শুধু শাহরুখ মিসিং’, কেউ আবার করিশ্মায় মুগ্ধ হয়ে লিখেছেন, করিশ্মার ত্বক এখনও কত উজ্জ্বল! কারোর কথায়, মাধুরীর বয়স নাকি ৫৬, আর করিশ্মার ৪৮, সত্যিই কি ওদের দেখে সেটা বোঝার উপায় আছে?
কাজের ক্ষেত্রে মাধুরীকে শেষবার দেখা গিয়েছেন আমাজন প্রাইমের সিনেমা 'মাজা মা'তে। আর করিশ্মা শেষবার জি-ফাইভের ওয়েব সিরিজ 'ব্রাউন'এ কাজ করেছেন। খুব শীঘ্রই মার্ডার মুবারক ছবিতে দেখা যাবে করিশ্মাকে, যেখানে রয়েছেন সারা আলি খান, সঞ্জয় কাপুরের মতো অভিনেতারা।