বাংলা নিউজ > বায়োস্কোপ > তারকা হওয়ার পরেও ঘর অগোছালো থাকলে, জুটত মায়ের বকুনি: মাধুরী দীক্ষিত

তারকা হওয়ার পরেও ঘর অগোছালো থাকলে, জুটত মায়ের বকুনি: মাধুরী দীক্ষিত

মা স্নেনলতা দীক্ষিতের সঙ্গে মাধুরী দীক্ষিত।

বলিউডের এত বড় তারকা হয়ে যাওয়ার পরেও তাঁকে আলাদাভাবে কোনওদিনই তেমন খাতির করেনি তাঁর পরিবার, জানালেন মাধুরী দীক্ষিত।

প্রায় চল্লিশ বছর বড়পর্দায় চুটিয়ে কাজ করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন মাধুরী দীক্ষিত। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘দ্য ফেম গেম’-এর সঙ্গে নতুন জার্নি শুরু হচ্ছে মাধুরীর। সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দের ভূমিকায় থাকছেন মাধুরী। ওই সিরিজে দেখানো হবে কীভাবে জনপ্রিয়তার বিভিন্ন অজানা, অন্ধকার দিকগুলি অনামিকা আনন্দের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে। সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মাধুরী জানিয়েছেন যে তিনি এই দিক থেকে অত্যন্ত ভাগ্যবান যে তাঁর ব্যক্তিগত জীবনে আজ পর্যন্ত কোনওদিন এই ব্যাপারটি ঘটেনি।

প্রায় চল্লিশ বছর বড়পর্দায় চুটিয়ে কাজ করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন মাধুরী দীক্ষিত। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘দ্য ফেম গেম’-এর সঙ্গে নতুন জার্নি শুরু হচ্ছে মাধুরীর। সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দের ভূমিকায় থাকছেন মাধুরী। ওই সিরিজে দেখানো হবে কীভাবে জনপ্রিয়তার বিভিন্ন অজানা, অন্ধকার দিকগুলি অনামিকা আনন্দের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে। সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মাধুরী জানিয়েছেন যে তিনি এই দিক থেকে অত্যন্ত ভাগ্যবান যে তাঁর ব্যক্তিগত জীবনে আজ পর্যন্ত কোনওদিন এই ব্যাপারটি ঘটেনি।

|#+|

তা কেন মাধুরীর মতো এত বড় একজন সুপারস্টার তাঁর জীবনে কেন এই ঘটনার মুখোমুখি হননি? জবাবে 'ধক ধক গার্ল' জানিয়েছেন এর অন্যতম কারণ তিনি বরাবরই তাঁর ব্যক্তিগত জীবনকে নিজের পেশাগত জীবন থেকে বহুদূরে সরিয়ে রেখেছিলেন। কখনওই কি জনমানসে মাধুরীর এত জনপ্রিয়তা তাঁর ব্যক্তিগত জীবনে একেবারেই কোনও প্রভাব ফেলেনি? ETimes-কে দেওয়া ওই সাক্ষাৎকারে মাধুরী এই প্রসঙ্গে বলেছেন, 'যখন নায়িকা হিসেবে খ্যাতির চূড়ায়, তখনও আমার ঘরের জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে থাকলে, মা কোষে ধমক দিত।বুঝলেন। এইভাবেই সাধারণভাবে বড় হয়েছি আমি। আর এখনও এরকমই আছি। যখন শ্যুটিং শেষে সেট থেকে বাড়ি ফিরি, শ্যুটিংয়ের সবকিছু ওই সেটেই ফেলে আসি। সেসবের কোনও কিছুকেই ঘরের চৌকাঠ ডিঙোতে দিই না। আমার দুই সন্তান, স্বামী নিয়ে আমার সেই জগৎ সম্পূর্ণ আলাদা সেসবের থেকে। তাই এই দুইয়ের মধ্যে কখনওই নিজেকে হারিয়ে ফেলেনি আমি।'

সামান্য থেমে মাধুরীর সংযোজন, 'কাজ এবং পরিবারের মধ্যে কোনও কিছুকেই কখনও আমি গুলিয়ে ফেলেনি। অভিনয়টা আমার পেশা। যখন কোনও চরিত্রে অভিনয় করি, শ্যুটিং শেষে আমার ওই স্বত্বাটিকে স্টুডিওতেই ফেলে আসি। ক্যামেরার সামনে ওই চরিত্রের মধ্যে ঢুকে পড়ি কিন্তু একবার নিজের বাড়িতে ঢুকে পড়লে আমি আবার মাধুরী। তখন আমি আর পাঁচজনের মতোই। এভাবেই বড় হয়েছি আমি।'

বায়োস্কোপ খবর

Latest News

মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.