২৩ তম বিবাহবার্ষিকী অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং শ্রীরাম নেনের। এ দিন স্ত্রী মাধুরীর সঙ্গে নেটমাধ্যমের পাতায় পুরনো একটি ছবি শেয়ার করেন নেনে। অভিনেত্রী স্ত্রীর উদ্দেশ্য়ে আবেগপ্রবণ পোস্ট করেন তিনি। মাধুরীকে নিজের 'আত্মা এবং জীবন' বলে উল্লেখ করেছেন। তেইশ বছর একসঙ্গে থাকার উদযপানে মেতে উঠেছেন তাঁরা।
ছবিতে ক্রিম রঙের কুর্তা পরে শ্রীরাম নেনে। মাধুরীরের পরনে সোনালি পাড়, সবুজ রঙের সিল্কের শাড়ি। গলায় এবং হাতে মানানসই গয়না, চুড়ি পরেছেন। দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন। আরও পড়ুন: দাম্পত্য সুখের হয় কার গুণে? উত্তর দিতে পারবেন কৌশিক আর অপরাজিতা? জানাবে ‘কথামৃত’
স্ত্রীর মাধুরীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শ্রীরাম নেনে লেখেন, ‘ভালোবাসা হল দুটি দেহের দুজন আলাদা মানুষের মধ্যে মিলন।- এরিস্টটল। আমার সুন্দরী স্ত্রী ওরফে আমার হৃদয়, আমার আত্মা এবং আমার জীবনকে ২৩ তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। প্রতি বছর তোমার প্রতি আমার ভালোবাসা আরও বাড়তে থাকুক। কারণ আমরা জীবনের এই দুর্দান্ত যাত্রায় একসঙ্গে চলতে থাকি। তোমার সঙ্গে এই জীবন কাটাতে পেরে আমি কৃতজ্ঞ। এখানে আরও অনেক বছরের প্রেম, সুখ এবং অ্যাডভেঞ্চার রয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসি বেবি!’ আরও পড়ুন: সবাইকে নাকি ভয় পাইয়ে দিয়েছেন বরুণ! ‘ভেড়িয়া’র পোস্টারে কী এমন আছে, নিজে দেখে নিন
১৯৯৯-এর ১৭ অক্টোবর ড. শ্রীরাম নেনেকে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী। বিয়ের আগে কিছুদিন তাঁরা একে অপরকে ডেটিংও করেছিলেন। কিন্তু মাধুরীর স্টারডম সম্পর্কে বিশেষ ধারণা ছিল না শ্রীরাম নেনের। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিয়ের পর্ব সেরেছিলেন তাঁরা। ২০০৩ সালে প্রথম সন্তান আরিনের জন্ম। তারপর, ২০০৫ সালে দ্বিতীয় সন্তান রায়ানের জন্ম দেন নায়িকা।