রবিবারই রাঙামতি তীরন্দাজ সেটে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন বৃন্দা ওরফে মধুরিমা চক্রবর্তী। এরপর সেখান থেকেই তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে। আপাতত শহরেরই এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ৪ দিন ধরে ভর্তি রয়েছেন প্রায়। তবে সেখান থেকেই নিজের শরীরের আপডেট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন মধুরিম।
বুধবার সকালে প্রাতঃরাশের একটি ছবি শেয়ার করলেন অভিনেত্রী। সেখানে লেখা ‘চতুর্থ দিন’। এরপর একটি ভিডিয়োও ভাগ করে নিয়েছেন। যেখানে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছেন। হাতে স্যালাইনের জন্য চ্যানেল করা হয়েছে। কখনো বই পড়তে দেখা গেল, কখনো প্রিয়জনদের সঙ্গে ভিডিয়ো কলে। ‘Prayers, Patience, Progress’ ক্যাপশনে ভিডিয়োখানা শেয়ার করে নিয়েছেন তিনি। সমাজমাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগী-বন্ধুরা।
আরও পড়ুন: ভবানী পাঠককে এক চুল জমি ছাড়লেন না শ্রাবন্তী! ‘দেবী চৌধুরানী’র পোস্টারে বড় চমক, কবে মুক্তি
জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মধুরিমা। তবে সেই নিয়েই চলছিল শ্যুটিং। ছুটি নেননি। রবিবারও গিয়েছিলেন সেটা। রাত ১০টা অবধি শ্যুটিংও চলে। আর সেখান থেকেই সোজা হাসপাতাল।
আরও পড়ুন: একা ইমন নন, অস্কার ২০২৫-এর দৌড়ে এবার বাংলা থেকে মোট ৫জন! কার তাঁরা?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে মধুরিমা জানিয়েছেন স্ত্রী রোগজনিত একটি সমস্যায় ভুগছেন। যাতে শরীরে মারাত্মক ব্যথা। সেরে উঠতে খানিক সময়ও লাগবে তাঁর। শরীর খুব দুর্বল। আরও কিছুদিন হাসপাতালেও থাকতেও হতে পারে।
আরও পড়ুন: ‘টাকার জন্য রুদালি’ কটাক্ষ! রিয়েলিটি শো কি আদৌ রিয়েল, সারেগামাপার প্রসঙ্গ টেনে জবাব অন্তরার
তাহলে কি রাঙামতি তীরন্দাজে আর দেখা যাবে না মধুরিমাকে? অভিনেত্রী নিজেও ঠিক নিশ্চিত নন ব্যাপারটা নিয়ে। অসুস্থ শরীর নিয়ে এখনই শ্যুট শুরু করা সম্ভব নয়। অন্তত দিন ১০ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নির্মাতারা ততদিন তাঁর জায়গা ফাঁকা রাখবেন না কাউকে নেবেন, তা জানেন না! তবে আপাতত সুস্থ হয়ে ওঠার দিকেই।
কাজের সূত্রে, এর আগে মধুরিমকে দেখা গিয়েছে 'জীবন সাথী', 'ত্রিশুল', 'বধূয়া '-র মতো একগুচ্ছ হিট মেগাতে।