বাংলা নিউজ > বায়োস্কোপ > হাইকোর্টে জামিনের আবেদন খারিজ কমেডিয়ান মুনাওয়াজর ফারুকির

হাইকোর্টে জামিনের আবেদন খারিজ কমেডিয়ান মুনাওয়াজর ফারুকির

মুনাওয়ার ফারুকি

হিন্দু দেবদেবীর বিরুদ্ধে ‘অশালীন’ মন্তব্যের অভিযোগ রয়েছে ফারুকির বিরুদ্ধে। 

নিম্ন আদালতের পর মধ্যপ্রদেশ হাইকোর্টেও খারিজ হয়ে গেল কমেডিয়ান মুনাওয়ার ফারুকির জামিনের আবেদন। হিন্দু দেবদেবীদের নিয়ে ‘অশালীন’ মন্তব্যের অভিযোগ রয়েছে এই কমেডিয়ানের বিরুদ্ধে। সোমবার কমেডিয়ান জামিনের আবেদনের শুনানির পর রায় সংরক্ষিত রেখেছিল উচ্চ আদালত। আজ, মুনাওয়ার এবং এই মামলার অপর অভিযুক্ত নলিন যাদবের জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। 

মধ্যপ্রদেশের ইন্দোরে শো চলাকালীন হিন্দু দেবদেবীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন মুনওয়ার এই অভিযোগে নতুন বছরের প্রথম দিনই মুনওয়ার সহ অপর চারজনকে গ্রেফতার করে ইন্দোর পুলিশ। ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং করোনা বিধি লঙ্ঘনের অপরাধে অভিযুক্ত তাঁরা। ২রা জানুয়ারি থেকে জেলবন্দি মুনাওয়ার ও মামলার অপর চার অভিযুক্ত।

বিচারপতি রোহিত আর্যর সিঙ্গল বেঞ্চে মুনওয়ারের জামিনের শুনানি হয়। জামিনের আর্জি না-মঞ্জুর করে বিচারপতি জানান, রাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে আমাদের কল্যাণমূলক সমাজে বাস্তুসংস্থান এবং সহ-অস্তিত্বের প্রক্রিয়া কোনও নেতিবাচক শক্তি দ্বারা দূষিত না হয়। এবং এই লক্ষ্য অর্জনের জন্য অবশ্যই ভারতের সংবিধানের ধারা ৫১ -এ (E) এবং (F) এর অধীনে উল্লিখিত বিষয়গুলিকে বাস্তবায়িত করতে হবে। 

বিচারপতি সোমবারই নিজের পর্যবেক্ষণ থেকে বলেছিলেন, ‘এইসব মানুষদের রেহাই দেওয়া উচিত নয়’।

ফারুকি এবং যাদব দুজনেই ধর জেলার প্রীতমপুরের বাসিন্দা,অন্যদিকে মামলা  অপর তিন অভিযুক্ত এডভিন অ্যান্টনি, প্রখার ব্যাস এবং প্রিয়ম ব্যাস ইন্দোর শহরের তিনটি পৃথক এলাকার বাসিন্দা। এঁদের পাঁচজনের বিরুদ্ধেই হিন্দু রক্ষক সংগঠনের প্রধান তথা বিজেপি বিধায়কের পুত্র একলব্য সিং গৌধ ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ আনে। মুনাওয়ারের আইনজীবী অংশুমান শ্রীবাস্তব জানান, ‘আমাদের দেশের আইন ও বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্তা রয়েছে। শীঘ্রই আমরা আগামীতে নিজেদের পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেব’। 

বন্ধ করুন