দিদি নম্বর ওয়ানে এদিন খেলতে এসেছিলেন মাফিন চক্রবর্তী। তিনি বাংলা টেলি দুনিয়ার তো বটেই বড় পর্দারও অতি পরিচিত মুখ। এই ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে বহু বছর কাটিয়ে ফেলেছেন তিনি। ফলে এই পেশার অনিশ্চয়তা সম্পর্কে তিনি ওয়াকিবহাল। এবার সেই বিষয়ে কী জানালেন তিনি?
দিদি নম্বর ওয়ানে মাফিন চক্রবর্তী
কেরিয়ারে ওঠা পড়া, ভালো সময় মন্দ সময় দুটো দিকই দেখেছেন মাফিন চক্রবর্তী। এই ইন্ডাস্ট্রিতে এতদিন থাকার সুবাদে এই পেশার সমস্তই জানা তাঁর। এবার সেই প্রসঙ্গে তিনি রচনা বন্দ্যোপাধ্যায়কে বলেন, 'দেখো টাকার এপিঠ ওপিঠ দুটো পিঠই আমি দেখেছি। কখনও সিরিয়াল ম্যাসিভ হিট করেছে, শো করতে গিয়ে দেখেছি ভিড় উপচে পড়েছে। গাড়ি নড়তে থাকে মানুষের ধাক্কায়। কখনও আবার উল্টোটাও দেখেছি।'
আরও পড়ুন: বাংলার মেয়ে হয়েও বলিউড কাঁপাচ্ছেন অদ্রিজা, একটার পর একটা মেগায় সুযোগ! বললেন, 'আমি ভীষণ খুশি'
এদিন মাফিন একই সঙ্গে জানান তাঁর জীবনের সব থেকে বড় সাপোর্ট তাঁর নাচের ক্লাস। তিনি জানান বহুদিন ধরে তিনি এই ক্লাসের সঙ্গে যুক্ত। ভরতনাট্যম শিখেছেন তিনি। এছাড়া কনটেম্পরারিও শিখেছেন। তাই তিনি তাঁর ছাত্রদের শেখান।
দিদি নম্বর ওয়ানের মঞ্চে এদিন তারকাদের হাট বসেছিল্ম টেলি দুনিয়ার চার অতি পরিচিত মুখেরা এদিন রচনার সঙ্গে গল্প জমিয়েছিলেন। মাফিন চক্রবর্তীর সঙ্গে এসেছিলেন রূপসা চট্টোপাধ্যায়, ইন্দ্রাক্ষী দে, প্রমুখ।
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।