এবার OTT-র পর্দায় এল ‘অতি উত্তম’। ভাবছেন তো কবে, কখন, কোথায় দেখা যাবে খোদ উত্তম কুমার অভিনীত এই ছবি? ৩০ অগস্ট শুক্রবার, ক্যামেলিয়া গ্রুপের ওটিটি মাধ্যম ‘ফ্রাইডে’ (fridaay)-তে মুক্তি পেয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি। তাই যাঁদের সিনেমাহলে গিয়ে ছবিটি দেখার সুযোগ মেলেনি, তাঁরা চাইলেই fridaay ওটিটি মাধ্যমে এই ছবি দেখে নিতেই পারেন।
চলতি বছরের ২২ মার্চ মুক্তি পেয়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের 'অতি উত্তম' ছবিটি। প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে ছবিতে খোদ মহানায়ক উত্তম কুমারকে অভিনয় করিয়েছেন সৃজিত। এই প্রথমবার কোনও অভিনেতার মৃত্যুর প্রায় ৪৪ বছর পর তাঁকে এভাবে পর্দায় ফিরিয়ে আনা হয়েছে। শুধু তাই নয়, সেই ছবির তিনিই অন্যতম মুখ্য চরিত্রই ছিলেন উত্তম কুমার। ফলে বিষয়টা খুব একটা সহজ ছিল না। তবে কীভাবে তৈরি হয়েছে অতি উত্তম?
এবিষয়ে পরিচালক সৃজিত নিজেই জানিয়েছেন, উত্তম কুমারের বিভিন্ন ছবির ক্লিপ কেটে কেটে বানানো হয়েছে অতি উত্তম। সৃজিত জানিয়েছিলেন, 'অতি উত্তম ছবির শ্যুটিংয়ের সময় এটাই ছিল আমাদের মনিটর কনসোল। লেন্সিং, ক্যামেরা মুভমেন্ট, চরিত্রদের চলাচল, ইত্যাদি একই সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে ভিএফএক্সে মনিটর আর ক্যামেরা মনিটরের সাহায্যে। সেখানে আবার একই সঙ্গে উত্তম কুমার যে দৃশ্যে আছেন বা নেই তবে পুরনো ছবির ক্লিপ কেটে সেগুলোকে সুপার ইমপোজ করা হয়েছে।' আর তাই ফলে এটা বানাতে যে দারুণ চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে এবং কঠিন পরিশ্রম করতে হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
এই ছবি উত্তম কুমার ছাড়ও অভিনয় করেছেন, অভিনয়ে রয়েছেন রোশনি ভট্টাচার্য, অনিন্দ্য সেনগুপ্ত, উত্তম কুমার, গৌরব চট্টোপাধ্যায়, প্রমুখ। এর আগে পরিচালক সৃজিতের পাশে বসে অতি উত্তম দেখেছেন বর্ষীয়ান অভিনেত্রী তনুজা। তিনিও একসময়ের নায়ককে এভাবে পর্দায় দেখে অভিভূত ছিলেন। চোখে জলও এসে গিয়েছিল তনুজার।
তবে সেই 'অতি উত্তম' ছবি'টি সিনেমাহলে গিয়ে টিকিট কেটে দেখার সুযোগ যাঁদের এখনও হয়নি তাঁরাও এবার ছবিটি দেখে নিতে পারেন 'ফ্রাইডে'র হাত ধরে।