বাংলা নিউজ > বায়োস্কোপ > Disha Salian's death case: দিশা সালিয়ান মৃত্যু মামলায় ‘সিট’ গঠনের নির্দেশ, আদিত্য ঠাকরের নারকো টেস্টের দাবি BJP-র

Disha Salian's death case: দিশা সালিয়ান মৃত্যু মামলায় ‘সিট’ গঠনের নির্দেশ, আদিত্য ঠাকরের নারকো টেস্টের দাবি BJP-র

দিশা সালিয়ান মামলায় নয়া মোড়

Disha Salian: দিশা সালিয়ানের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরের যোগ? খতিয়ে দেখবে মহারাষ্ট্র পুলিশের বিশেষ তদন্তকারী দল। 

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় চাঞ্চল্যকর মোড়। সিবিআই ইতিমধ্যেই এই কেস ডায়রি বন্ধ করে দিয়েছে, কিন্তু মহারাষ্ট্র সরকার নতুন করে দিশা সালিয়ানের মৃত্যু মামলার তদন্তের নির্দেশ দিল। এই মৃত্যুর তদন্তে এ বার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।

বৃহস্পতিবার রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতিশ রাণে দাবি করেন দিশা সালিয়ানের মৃত্যু মামলার সঙ্গে যোগ করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র আদিত্য ঠাকরের। এর আগেও বহুবার এই দাবি তুলেছেন বিধায়ক। তাঁর কাছে উপযুক্ত প্রমাণ আছে বলেও বারংবার দাবি করেছেন নীতিশ রাণে। দিশার প্রেমিক রোহন রাই এই ‘খুন’ সম্পর্কে সবটা জানে বলেই গা ঢাকা দিয়েছে, এমনও দাবি করেছেন নীতিশ রাণে। এই মামলায় আদিত্য ঠাকরের নারকো টেস্টের দাবি তুলেছে বিজেপি। 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মাত্র ছয়দিন আগে রহস্যমৃত্যু হয় দিশার। মুম্বইয়ের একটি বহুতলের ১৪ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল দিশার। ঘটনাটি ঘটে ২০২০ সালের ৮ই জুন রাতে। শুরুতে এই মামলা মুম্বই পুলিশের হাতে থাকলেও পরে সিবিআই এই মৃত্যুর তদন্তভার নেয়। গত মাসেই দিশার মৃত্যু মামলাকে দুর্ঘটনায় মৃত্যু বলে ঘোষণা করেছে সিবিআই। আত্মহত্যা বা কোনওরকম ফাউল প্লে নয়, অতিরিক্ত মদ্যপান করার কারণে ভারসাম্য বজায় না রাখতে পেরে ১৪ তলা থেকে পড়ে গিয়ে মারা যান দিশা সালিয়ান- চূড়ান্ত রিপোর্টে এমনটাই জানিয়েছে সিবিআইয়ের তদন্তকারী দল। 

পাশাপাশি গত মাসে সিবিআইয়ের তরফে এও জানানো হয় দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে সুশান্ত মৃত্যু মামলার কোনওরকম যোগ নেই। তদন্তের স্বার্থে সবদিক খতিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই রিপোর্ট প্রকাশ্যে আসবার একমাস যেতে না যেতেই নতুন করে চর্চায় দিশা সালিয়ান মৃত্যু মামলা। 

আশ্চর্যজনকভাবে সোশ্যাল মিডিয়ায় সুশান্তের শেষ পোস্ট ছিল দিশা সালিয়ানকে নিয়েই। দিশার মৃত্যুর পর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রাক্তন ম্যানেজারকে নিয়ে একটি বার্তা পোস্ট করেছিলেন সুশান্ত। ইনস্টাগ্রামে দিশার মৃত্যু সম্পর্কে সুশান্ত লিখেছিলেন,'অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা খবর। দিশার পরিবার ও বন্ধুদের প্রতি জানাই গভীর সমবেদনা। তোমার আত্মার শান্তি কামনা করি'।

 

বন্ধ করুন