নাম মাহিপ কাপুর, অভিনেত্রী না হলেও বলিপাড়ায় এই নামটির সঙ্গে অনেকেই বর্তমানে পরিচিত। সৌজন্যে ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ সিরিজ। অনিল কাপুরের ভাই বলি অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী তিনি। দীর্ঘ ২৫ বছর ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন সঞ্জয় ও মাহিপ। সম্প্রতি ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ শোতে এসে অভিনেতা স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে নিজের প্রেমের গল্প বলেছেন মাহিপ।
নীনা গুপ্তার মতো নিজের 'ওয়ান নাইট স্ট্যান্ড'-এর কথা অকপটে জানান মাহিপ। যদিও নীনা ও মাহিপ, দুজনের 'ওয়ান নাইট স্ট্যান্ড'-এর মধ্যে অনেক পার্থক্য। নীনার সঙ্গে ভিড রিচার্ডসের সেই সম্পর্ক পরিণতি পায়নি। তবে মাহিপের পেয়েছিল। হ্য়াঁ, সঞ্জয় কাপুরের প্রেমে পড়েই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বর্তমানে কাপুর বাড়ির এই বউ।
আরও পড়ুন-'নতুন গান মুক্তির আগে খুব ভয়ে থাকি', এমন কেন বলছেন বাদশা?
মাহিপ বলেন, ‘আমাদের সেই প্রেম খুব সাধারণ ছিল। আমি এমন একজন মানুষের সঙ্গে ওয়ান-নাইট স্ট্যান্ড করেছি যখন আমি জানতামই না যে আমি ওকে বিয়ে করব। ৯০-এর দশকে একটা নাইটক্লাবের একটা পার্টিতে আমার সঙ্গে সঞ্জয়ের দেখা হয়। আমি তখন মৃত, মানে পুরো মাতাল। সেখানেই আমি সঞ্জয়ের পরিবার, মানে আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে দেখা করি। আপনারা সকলেই এখন আমার পরিবারের কথা জানেন, তাই না? অনিল, সুনিতা, শ্রী (শ্রীদেবী)। হ্য়াঁ, সেদিন আমি মাতাল ছিলাম। তবু ওঁরা আমাকে গ্রহণ করেছিল, বলেছিল আমাদের হবু পুত্রবধূ কী সুন্দর না! দুই হাত উন্মুক্ত করে ওরা আমাকে গ্রহণ করেছিল। ওঁরা আমায় দূরছাই করেনি। সঞ্জয় বলে, আমরা বিয়ে করছি। আমরা তখন টাকিলা শর্টস-এর মধ্যে ডুবে। সঞ্জয়ের কথায় আমি বলেছিলাম, ওকে ঠিক আছে।’
মাহিপ কাপুর জানান, বিয়ের আগে ৫ বছর সঞ্জয় কাপুরের সঙ্গে তিনি প্রেমও করেছেন। যদিও আবার এই ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ শোয়ে মাহিক কাপুর স্বীকার করে নিয়েছিলেন, তাঁর আর সঞ্জয়ের ৩০ বছরের সম্পর্কটিও যে পুরোপুরি মসৃণ ছিল এমনটাও নয়, সঞ্জয় কাপুর তাঁর সঙ্গে একবার প্রতারণা করেছিলেন বলেও জানিয়েছিলেন মাহিপ। তবে সন্তানদের স্বার্থে কোনওদিনই বিয়ে থেকে বের হয়ে আসতে, সম্পর্ক ভেঙে দিতে চাননি বলে জানান মাহিপ।