বাংলা নিউজ > বায়োস্কোপ > Raj Chakraborty- Srijit Mukherji: রাজ-সৃজিত-এসভিএফ মিলে আনছে নতুন কিছু! কীসের ইঙ্গিত দিলেন মহেন্দ্র সোনি?

Raj Chakraborty- Srijit Mukherji: রাজ-সৃজিত-এসভিএফ মিলে আনছে নতুন কিছু! কীসের ইঙ্গিত দিলেন মহেন্দ্র সোনি?

এক ফ্রেমে রাজ-সৃজিত, এসভিএফের নেতৃত্বে কী হচ্ছে?

Raj Chakraborty- Srijit Mukherji: এক ফ্রেমে রাজ চক্রবর্তী এবং সৃজিত মুখোপাধ্যায়। দুই পরিচালকের ছবি একসঙ্গে শেয়ার করে এসভিএফের অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি কীসের ইঙ্গিত দিলেন?

'কুরসি কী পেটি বাঁধ লিজিয়ে...' না এটা এবার আর শাহরুখ খান নন, বরং মহেন্দ্র সোনি বলছেন। তাও আবার সৃজিত মুখোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর ছবি পোস্ট করে। ব্যাপারটা বুঝছেন? একটা বড় সর ধামাকার ইঙ্গিত মিলছে।

২১ মার্চ মঙ্গলবার দুপুরে এসভিএফের অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি একটি ছবি পোস্ট করেন টুইটারে। সেখানে বাংলা বিনোদন জগৎ অন্যতম দুই সেরা পরিচালক, সৃজিত মুখোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীকে দেখা যাচ্ছে। এই ছবি পোস্ট করে প্রযোজক পাঠান ছবির সেই জনপ্রিয় ডায়লগ লেখেন। ক্যাপশনে জ্বলজ্বল করতে থাকে, 'কুরসি কী পেটি বাঁধ লিজিয়ে, মওসম বিগাড়নেওয়ালা হ্যায়।' সঙ্গে তিনি দুই পরিচালককে মেনশন করেছেন। ব্যাস এতটুকুই। এরপর আর কিছুই লেখেননি তিনি। এখান থেকে ঘনিয়েছে রহস্য। কীসের ইঙ্গিত দিলেন প্রযোজক? তবে কি এই দুই পরিচালক মিলে একত্রে কোনও কাজ আনতে চলেছেন? সেটার আভাস আপাতত পাওয়া যায়নি।

ছবিতে সৃজিত এবং রাজ দুজনকে একসঙ্গে হাসতে দেখা যাচ্ছে। রাজের পরনে কালো রঙে একটি টিশার্ট এবং বড় কালো ফ্রেমের চশমা। অন্যদিকে সৃজিতের পরনে নীল টিশার্ট। দুজনেই ভিক্ট্রি সাইন শো করছেন।

রাজ চক্রবর্তী এই পোস্ট শেয়ার করলেও সৃজিতের তরফে কোনও কিছুই দেখা যায়নি। ফলে আসন্ন গোটা বিষয়টা নিয়ে বেশ ভিতর ভিতর তোড়জোড় চললেও বাইরে কিছু এখনও যে প্রকাশ করা হয়নি সেটা বোঝা যাচ্ছে।

অনেকেই এখানে মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'কিছু একটা তৈরি হচ্ছে। এসভিএফ সঙ্গে রাজ চক্রবর্তী আবার সৃজিতও! উত্তেজনা তো সীমা মানছে না। জলদি ঘোষণা করুন।' আরেক নেতিজেন লেখেন, 'তাহলে ঝামেলা মিটল হাবজি গাবজি আর এক্স ইকুয়ালস টু প্রেমের!' আরেক নেটিজেন প্রসেনজিতের একটি ছবি পোস্ট করে বলেন 'ইনিও কি সঙ্গে জড়িত?' যদিও এখনও উত্তর মেলেনি তবে এই দুই মহারথীকে দেখে যে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে সেটা বোঝা যাচ্ছে।

বন্ধ করুন