জোর কদমে চলছে SSMB29 সিনেমার শ্যুটিং। রাজামৌলি পরিচালিত এই সিনেমাটি নিয়ে মানুষের মধ্যে প্রচুর উন্মাদনা রয়েছে কারণ বহুদিন বাদে ফের বলিউডে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তাই নয়, এই সিনেমার হাত ধরেই প্রথম মহেশবাবুর বিপরীতে অভিনয় করবেন তিনি।
SSMB29 সিনেমার কিছু অংশের শ্যুটিং শেষ হয়েছে সম্প্রতি। ওড়িশার কোরাপুটে এতদিন চলছিল শ্যুটিং, যা শেষ হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় পরিচালক এবং প্রিয়াঙ্কাকে। দেখা যায় মহেশ বাবুকেও।
আরও পড়ুন: 'শ্যুটিং শুরু হতে দেরি হয়…', ‘সিকান্দার’-এর সেটে কী সমস্যায় পড়েছিলেন পরিচালক?
আরও পড়ুন: 'আমার চরিত্র আমার সন্তানের ওপর...', মা হওয়ার পর কেমন চরিত্রে কাজ করবেন দীপিকা?
সোশ্যাল মিডিয়ায় একজন রেডিট ব্যবহারকারী যে ছবিগুলি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা পরে রয়েছেন একটি ম্যাচিং প্যান্ট এবং ওভারসাইড শার্ট। মহেশ বাবুকে একটি ক্যাজুয়াল নীল টি-শার্ট এবং ট্র্যাক প্যান্ট পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরিচালককে দেখা যায় ধুসর রঙের একটি কার্গো প্যান্ট এবং সবুজ টি-শার্ট পরে থাকতে।
ছবিগুলি সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা একটি নোটে স্বাক্ষর করছেন যেখানে লেখা, প্রিয় কোরাপুট, উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ। এখানে আরও একবার আসার ইচ্ছা রইল। SSMB29 দলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।
তবে শুধু প্রিয়াঙ্কা নন, এই নোটে স্বাক্ষর করেছেন রাজামৌলিও। কোরাপুট থেকে রওনা হওয়ার আগে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বেশ কিছু উপহার পেয়েছিলেন তারকারা, যা তাঁরা সাদরে গ্রহণ করেছেন। ছবিগুলি দেখে বোঝাই যাচ্ছে, সিনেমার কিছু পর্বের শ্যুটিং আপাতত শেষ হল, এবার বাকি কাজ করার পালা।
আরও পড়ুন: 'আমি টাকা দিতে গেলে ও...', পেয়ারা কিনতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার শিকার প্রিয়াঙ্কা! কী ঘটেছে?
আরও পড়ুন: 'হিন্দু হয়ে গেলেই তো পারেন…', টিপ পরায় বিতর্কের মুখে পাকিস্থানি নায়িকা হানিয়া
প্রসঙ্গত, রাজামৌলি পরিচালিত এই সিনেমায় কাজ করার জন্য বহুদিন বাদে বিদেশ থেকে ভারতে উড়ে এসেছেন প্রিয়াঙ্কা। ভাইয়ের বিয়ে নিতেই জোর কদমে শুরু করে দিয়েছেন সিনেমার কাজ। অন্যদিকে চরিত্রের খাতিরে মহেশ বাবুর লুক এখনও প্রকাশ্যে আনা হয়নি। সব মিলিয়ে এই সিনেমাটি নিয়ে মানুষের প্রত্যাশা কিন্তু রয়েছে তুঙ্গে।