২০০৫ সালের ১০ ফেব্রুয়ারি একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন মহেশ বাবু এবং নম্রতা শিরোদকর। ২ সন্তানকে নিয়ে বেশ সুখের সংসার এই তারকা দম্পতির। বিয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে স্ত্রীর উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্ট করলেন মহেশ বাবু। কী লিখলেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় মহেশ যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাঁকে এবং নম্রতার একটি হাসিখুশি মুহূর্ত ধরা পড়েছে। নিজেদের প্রাণ খোলা হাসির মুহূর্তের ছবি পোস্ট করে মহেশ লিখেছেন, তুমি, আমি এবং ২০টি সুন্দর বছর। তোমার সঙ্গে চিরকালের জন্য NSG (হার্ট ইমোজি)।
আরও পড়ুন: রণজয়ের সঙ্গে ওয়াইন তৈরি উৎসবে শ্যামৌপ্তি, হাতে হাতে ধরে পিষলেন আঙুর
আরও পড়ুন: বাদ বনশ্রী, ফাইনালে জায়গা হয়নি অঙ্কনা-দিবাকরেরও! ১০জন ফাইনালিস্ট কারা? জিতল কে?
মহেশবাবুর পোস্ট করা এই ছবিতে ভক্তদের পাশাপাশি বেশ কিছু সহকর্মীরাও বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন তারকাদম্পতিকে। সোনালী বেন্দ্রে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে একটি চশমা, শ্যাম্পেন, রামধনু, হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। ২০০১ সালে মুরারি সিনেমায় মহেশ বাবুর সঙ্গে কাজ করেছিলেন সোনালী।
টুইঙ্কল খান্নাও কমেন্ট বক্সে একটি হার্ট ইমোজি পোস্ট করে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন মহেশবাবু এবং নম্রতাকে। বিষ্ণু মাঞ্চুর স্ত্রী ভিরানিকা বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন তারকা দম্পতিকে।
নম্রতা এবং মহেশবাবুকে শুভেচ্ছা জানিয়েছেন নম্রতার বোন শিল্পাও। শিল্পা লিখেছেন, তোমাদের দুজনের বন্ধুত্ব এবং বিশুদ্ধ ভালোবাসার সাক্ষী আমি। আপনারা আপনাদের ভালোবাসার মাধ্যমে যে উষ্ণতা তৈরি করেন সম্পর্কে, তা আরও স্পেশাল করে তোলে এই দাম্পত্য জীবনকে।
মহেশকে একজন আদর্শ স্বামী উল্লেখ করে শিল্পা লেখেন, ২০ বছর আগে আমার দিদি তোমায় খুঁজে পেয়েছিল। তোমরা দুজনে গড়ে তুলেছিলে সুখের সংসার। ভালোবাসা দিয়ে এভাবেই একে অপরকে ভরিয়ে রাখো। তোমাদের অনেক অনেক শুভকামনা।
আরও পড়ুন: মা-বাবার যৌনতা নিয়ে প্রশ্ন সন্তানকে! 'আমি যা করেছি…', ভিডিয়ো পোস্ট করে ক্ষমা চাইলেন রণবীর
প্রসঙ্গত, এস এস রাজামৌলি পরিচালিত SSMB 29 সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করতে চলেছেন মহেশ বাবু, এমন খবর শোনা যাচ্ছে। যদিও সিনেমাটির কাস্টিং এবং গল্প সম্পর্কে বিশদে কিছুই জানা যায়নি।