১৭ বছর আগে তাঁকে শেষবারের মতো বড়পর্দায় দেখা গিয়েছিল। এক সময়ের সফল মডেল থেকে সফল অভিনেত্রী ছিলেন নম্রতা শিরোদকর, কিন্তু বিয়ে করেই সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলেন কিসের টানে এবার সেটাই প্রকাশ্যে আনলেন। তেলেগু অভিনেতা মহেশ বাবুকে বিয়ের পর অভিনয় জগৎ ছেড়ে দিয়েছিলেন। কেরিয়ার ভুলে সংসারে মন দিয়েছেন। এখন তিনি পাকা ঘরণী। কিন্তু বিয়ের পর কেন আচমকা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? অভিনেত্রীর কথায়, তাঁর স্বামী, মহেশ বাবু চেয়েছিলেন তাঁর স্ত্রী যেন হাউজওয়াইফ হয়েই থাকেন। কাজ করা মহিলা চাননি তিনি তাঁর জীবনে। তাই স্রেফ মহেশ বাবুকে ভালোবেসে, ভাবনা চিন্তা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান।
তাঁকে শেষবার ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ইনসাফ: দ্য জাস্টিস’ ছবিতে দেখা গিয়েছিল। সেই একই বছরে তাঁর আরও একটি ছবি মুক্তি পেয়েছিল, গুরিন্দর চাড্ডার ছবি ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁর কখনই মডেলিংয়ে তেমন ইন্টারেস্ট ছিল না। তিনি তাঁর মায়ের ইচ্ছেয় মডেলিং করতেন। কিন্তু অভিনয় জগৎ কেন ছেড়েছিলেন সেটাও জানালেন এই সাক্ষাৎকারে।
২০০৫ সালে মহেশ বাবুর সঙ্গে নম্রতার বিয়ে হয়। প্রেমা নামক একটি তেলেগু ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, 'মহেশ খুব স্পষ্ট করেই জানিয়েছিল যে সে কাজ করে না, হাউজওয়াইফ থাকতে ইচ্ছুক এমন স্ত্রী চায়। এমনকি আমি অভিনয়ের বদলে যদি কোনও অফিসেও কাজ করতাম তাহলেও আমাকে সেটা ছাড়তে হতো। ফলে আমার কাছে সবটাই স্পষ্ট ছিল। আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে আমরা দুজনেই দুজনের জন্য এমন বেশ কিছু জিনিস করেছি।'
তিনি আরও বলেন, 'আমরা ঠিক করে নিয়েছিলাম যেহেতু আমি মুম্বইয়ের মেয়ে সেহেতু বিয়ের পর ফ্ল্যাটে থাকব। কারণ আমি এর আগে কখনও বড় বাংলোতে থাকিনি। আমার অভ্যেস ছিল না। আমি খুব ভয় পেতাম। তাই ও আমার সঙ্গে একটি ফ্ল্যাটে চলে এসেছিল। আমি বলেছিলাম হায়দ্রাবাদ গেলে আমরা ফ্ল্যাটে থাকব। এবং ও স্পষ্ট করে দিয়েছিল যে ও চায় না আমি কাজ করি। আমাকে সময় দিয়েছিল আমার সমস্ত ছবির কাজ শেষ করার জন্য। কাজ শেষ করার পরই আমরা বিয়ে করেছি। আমাদের মধ্যে সবটা ভীষণ স্পষ্ট ছিল এবং আছে। কোনও আড়াল, রাখঢাক নেই।'
মহেশ বাবুকে বিয়ে করার সম্পর্কে এই প্রাক্তন অভিনেত্রী কী বললেন? তিনি জানান মহেশকে বিয়ে করার মুহূর্তটা তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত। তিনি বলেন তাঁর গোটা জীবনটাই পাল্টে গিয়েছিল যখন মহেশ তাঁকে বিয়ে করতে চায়। বর্তমানে তাঁদের দুটি ছেলে আছে।