বাংলা নিউজ > বায়োস্কোপ > Mahima Chaudhry: ফ্যান গার্ল থেকে নায়িকা! শাহরুখ-আমিরের সঙ্গে কথা বলতে গিয়ে কী হয়েছিল মহিমার

Mahima Chaudhry: ফ্যান গার্ল থেকে নায়িকা! শাহরুখ-আমিরের সঙ্গে কথা বলতে গিয়ে কী হয়েছিল মহিমার

শাহরুখ-আমিরকে নিয়ে ফ্যান গার্ল মহিমা কী বললেন?

Mahima Chaudhry: আমির থেকে শাহরুখ খান সবার সঙ্গেই কাজ করেছেন মহিমা চৌধুরী। কিন্তু জানেন কি উনি নিজেই এই তারকাদের বিশাল বড় ভক্ত। নিজের সেই ফ্যান গার্ল মোমেন্ট মনে করে কী বললেন অভিনেত্রী?

আমির খানের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন মহিমা চৌধুরী। সেই কাজের কথা এতদিন পর আবার নতুন করে মনে করলেন মহিমা চৌধুরী। ফিরে দেখলেন তাঁর ফ্যান গার্ল মোমেন্টের সেই মুহূর্ত।

মহিমা চৌধুরী তাঁর প্রথম বিজ্ঞাপনটাই করেছিলেন আমির খানের সঙ্গে। অভিনেত্রী জানান সেই কাজ করতে গিয়ে নাকি তিনি ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলেন। কেন? কেন আবার, সামনে যে তাঁর পছন্দের নায়ক, আমির খান। আর তাঁর সামনে নার্ভাস হবেন না!

পরদেশ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন মহিমা। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। দেখুন প্রথম দুই কাজ, ছবি আর বিজ্ঞাপন বলিউডের দুই খানের সঙ্গেই করেছিলেন তিনি। একটা সময় যাঁদের দূর থেকে দেখতেন তাঁদের সঙ্গে কাজ করার আলাদা অভিজ্ঞতা, অনুভূতি তো হবেই। প্রসঙ্গত অভিনেত্রী এর পর দাগ: দ্য ফায়ার, ধড়কন, কুরুক্ষেত্র, দিল কেয়া করে, লজ্জা, দোবারা, ইত্যাদি ছবিতে কাজ করেছেন।

মহিমা সলমন খান, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টির মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন।

অভিনেত্রী বলিউডের এই তারকাদের সঙ্গে কাজ করার স্মৃতি মনে করে সেই প্রসঙ্গে বলেন, 'আমি শাহরুখ খান, সলমন খান, আমির খান, সঞ্জয় দত্তকে ভীষণ পছন্দ করতাম। আমি ওঁদের পোস্টার, ছবির প্রিমিয়ার, ম্যাগাজিন, ইত্যাদিতে দেখতাম। কখনও কথা বলিনি, জানতাম না কীভাবে কথা বলতে হতো। কিন্তু গোটা বিষয়টার অনুভূতি দুর্দান্ত ছিল। এখন যেমন আমরা সহজেই তারকাদের নাগাল পেয়ে যাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তখন তো এসবের বালাই ছিল না।'

বন্ধ করুন