স্টেজ থ্রি স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান। শুক্রবার ইনস্টাগ্রামে হিনা জানান,কেমোথেরাপির প্রথম দিনেই মহিমা চৌধুরি তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন এবং পুরোটাই তার কাছে একটা সারপ্রাইজ ছিল।
মহিমার সঙ্গে ছবি শেয়ার হিনার
হিনা হাসপাতালের বিছানায় বসে তোলা মহিমার সঙ্গে ছবিও পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, কম্বলে জড়িয়ে হাসছেন হিনা। মহিমা ওঁকে নিজের কোলের কাছে নিয়ে বসে আছে। সাদা শার্ট, ডেনিম ও টুপিতে দেখা গেছে মহিমাকে। ছবিগুলি শেয়ার করে হিনা ক্যাপশনে লিখেছেন, ‘এই ছবিটি আমার প্রথম কেমোর দিনের। আর এই অ্যাঞ্জেল হাসপাতালে এসেছিল আমাকে সারপ্রাইজ দিতে।’
মহিমার জন্মদিনে বার্তা দিলেন হিনা
তিনি আরও লেখেন, ‘তিনি আমার সঙ্গে ছিলেন, আমাকে গাইড করেছেন, অনুপ্রাণিত করেছেন এবং আমার জীবনের এই কঠিন সময়ে আমার পথকে আলোকিত করেছেন। তিনি একজন বীর। তিনি একজন সুপার হিউম্যান। এবং প্রতিটি পদক্ষেপে আমাকে সান্ত্বনা দিয়েছিলেন।’
‘আমরা বন্ধু হয়ে উঠেছিলাম এবং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলাম তবে তিনি একবারও আমাকে অনুভব করতে দেননি যে আমি এই লড়াইয়ে একা, তিনি এই সম্পর্কের গভীরতা তৈরি করেছিলেন এবং তিনি নিশ্চিত করেছিলেন যে যাতে আমার মনে বিশ্বাস তৈরি হয়, আমিও পারব। (ইনশাআল্লাহ) আপনি সর্বদা এই স্বর্গীয়, সুন্দর আত্মা হয়ে থাকুন প্রিয় মহিমা। শুভ জন্মদিন ভালোবাসা। আমার পরিবারের সবাই আপনাকে আশীর্বাদ পাঠাচ্ছে। আমার সমস্ত সত্তা তোমাকে ভালবাসা পাঠায়।’
জুন মাসে হিনা জানান, তাঁর ক্যানসার ধরা পড়েছে। ইনস্টাগ্রামে তিনি লেখেন, 'হ্যালো সবাইকে, সাম্প্রতিক গুজব কমাতে এবং যারা আমাকে ভালবাসেন এবং যত্ন করেন তাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ খবর ভাগ করে নিতে চাই। আমার স্টেজ থ্রি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। তিনি আরও বলেন, 'আমি দৃঢ়প্রতিজ্ঞ, এই রোগ কাটিয়ে উঠতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমার চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমি এটি থেকে আরও শক্তিশালী হয়ে উঠতে প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত।
হিনা সম্পর্কে
অভিনেত্রী মূলত টিভি সিরিয়াল ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়-তে অভিনয়ের জন্য পরিচিত। জম্মুর বাসিন্দা হিনাকে 'ফিয়ার ফ্যাক্টর: খাতরো কে খিলাড়ি ৮' এবং 'বিগ বস'-এর মতো রিয়েলিটি শোতেও দেখা গিয়েছে। সঙ্গে ফ্যাশন জগতেরও পরিচিত মুখ তিনি। কাজ করেছেন বেশ কিছু ওয়েব সিরিজে।